অ্যাকসেসিবিলিটি লিংক

জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করার আহবান স্থানীয় সরকার মন্ত্রীর


বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম
বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

বাংলাদেশের উন্নয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করার জন্য আহবান জানিয়েছেন দেশটির স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেছেন, “যৌথ প্রচেষ্টার পাশাপাশি উভয়ের মধ্যে থাকতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ।”

শনিবার (২৯ জুন) সকালে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদসমূহের ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

“সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করলে, কোনো বাধা সামনে দাঁড়াতে পারবে না। জনগণের ভাগ্য উন্নয়নে উভয়কেই অঙ্গীকারবদ্ধ হতে হবে;” স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন।

তাজুল ইসলাম আরো বলেন, ইউনিয়ন পরিষদসমূহের ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি মাইলফলক। এই সেবা ক্যাশলেস করার কারণে, রাজস্ব সংগ্রহ বহুগুণ বাড়বে।

XS
SM
MD
LG