অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা


ঢাকা শহর, প্রতীকী ছবি।
ঢাকা শহর, প্রতীকী ছবি।

ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪ অনুযায়ী বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।

বুধবার (২৬ জুন) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪-এর প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের র‌্যাংকিং থেকে দুই ধাপ পিছিয়ে গেছে ঢাকা।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে বিশ্বের ১৭৩টি শহর নিয়ে এই জরিপ করা হয়েছে।

জরিপের সূচক অনুযায়ী ৪৩ স্কোর নিয়ে পাকিস্তানের করাচির চেয়ে এক ধাপ এগিয়ে তালিকায় ১৬৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

অন্যদিকে ৯৮ দশমিক ৪ স্কোর নিয়ে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং ৩০ দশমিক ৭ স্কোর নিয়ে সবচেয়ে কম বাসযোগ্য শহর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

বসবাসের যোগ্য তালিকার শীর্ষ পাঁচ শহর হলো- ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি। আর বসবাসের অযোগ্য পাঁচ শহর হলো- দামেস্ক, ত্রিপোলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি।

প্রতিবেদনে দেখা যায়, উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ বিশ্বের সবচেয়ে বাসযোগ্য অঞ্চল হলেও তাদের স্কোর কমে গিয়েছে।

এ বছরের তালিকায় সবচেয়ে বেশি অর্থাৎ ১০ ধাপ এগিয়েছে হংকং।

XS
SM
MD
LG