অ্যাকসেসিবিলিটি লিংক

টি-২০ ক্রিকেট বিশ্ব্বকাপ

টি২০ বিশ্বকাপ ক্রিকেটঃ ভারত সেমি ফাইনালে, অস্ট্রেলিয়ার ভাগ্য বাংলাদেশের হাতে


ভারতের জাস্প্রিত বুমরাহ (ডানে) অস্ট্রেলিয়ার টিম ডেভিডের দেয়া ক্যাচ ধরার পর বোলার আরশদিপ সিং-কে অভিনন্দন জানাচ্ছেন। ফটোঃ ২৪ জুন, ২০২৪।
ভারতের জাস্প্রিত বুমরাহ (ডানে) অস্ট্রেলিয়ার টিম ডেভিডের দেয়া ক্যাচ ধরার পর বোলার আরশদিপ সিং-কে অভিনন্দন জানাচ্ছেন। ফটোঃ ২৪ জুন, ২০২৪।

আইসিসি টি২০ বিশ্বকাপে সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়াতে ভারত ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

সোমবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা মারমুখি ৯২ রানের ইনিংস খেলে তার দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। শর্মার ইনিংসে ছিল আটটি ছয় এবং সাতটি চার।

ভারত তাদের ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে।

ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানে আটকে যায়। ভারতের বাঁ-হাতি পেসার আশদিপ সিং ৩৭ রানে তিন উইকেট নেন।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটার ট্রাভিস হেড ৪৩ বলে ৭৬ রান হাঁকান, যার মধ্যে ছিল ৪টি ছয় এবং ৯টি চার।

India's captain Rohit Sharma hits a 4 during the ICC men's Twenty20 World Cup 2024 Super Eight cricket match between Australia and India at Daren Sammy National Cricket Stadium in Gros Islet, Saint Lucia on June 24, 2024. (Photo by Chandan Khanna / AFP)
রোহিত শর্মার মারমুখি ৯২ রান খেলা অস্ট্রেলিয়ার নাগালের বাইরে নিয়ে যায়। ফটোঃ ২৪ জুন, ২০২৪।

কিন্তু অধিনায়ক মিচেল মারশ (৩৭) এবং গ্লেন ম্যাক্সওয়েল (২০) ছাড়া আর কেউ ভারতের বোলিং-এর বিরুদ্ধে সুবিধা করতে পারেনি।

সোমবার রাতে আফগানিস্তান, যারা অবিশ্বাস্য এক অঘটন ঘটিয়ে শনিবার অস্ট্রেলিয়াকে ২১ রানে পরাজিত করে, তারা যদি সুপার ৮ পর্বের শেষ খেলায় বাংলাদেশকে হারায়, তাহলে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।

শুধুমাত্র বাংলাদেশি জয় অস্ট্রেলিয়াকে সেমি ফাইনালে পৌঁছানোর সুযোগ সৃষ্টি করতে পারে। তবে বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে তাহলে টাইগারদেরও সেমি ফাইনালে যাবার রাস্তা খুলে যাবে।

এই গ্রুপ থেকে সোমবার রাতে যারা বেরিয়ে আসবে তারা বুধবার (২৬ জুন) রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

XS
SM
MD
LG