অ্যাকসেসিবিলিটি লিংক

টি-২০ ক্রিকেট বিশ্ব্বকাপ

টি২০ বিশ্বকাপ ক্রিকেটঃ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড সেমি ফাইনালে


ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার অর্ধশতকের পথে। বারবেডসে ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র। ফটোঃ ২৩ জুন, ২০২৪।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার অর্ধশতকের পথে। বারবেডসে ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র। ফটোঃ ২৩ জুন, ২০২৪।

আইসিসি টি২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার ৮ পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (২৩ জুন) ইংল্যান্ড ১০ উইকেটে যৌথ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিয়ে সেমি ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের জয়ের পেছনে ছিল অধিনায়ক জস বাটলারের ব্যাট থেকে ৩8 বলে ৮৩ রান – যার মধ্যে ছিল ৭টি ছয় আর ৬টি চার। তার আগে ইংল্যান্ড পেস বোলার ক্রিস জর্ডান হ্যাট্রিকসহ এক ওভারে ৪ উইকেট তুলে নেন।

যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড কোন উইকেট না হারিয়ে মাত্র ৯.৪ ওভারে ১১৭ রান তুলে নেয়।

অল্প ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছানোর ফলে ইংল্যান্ডের নেট রান রেট ওয়েস্ট ইন্ডিজের উপরে চলে গেছে। ইংল্যান্ড এখন গ্রুপের শীর্ষে, এবং রবিবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে যে জিতবে সেই ইংল্যান্ডের সাথে সেমি ফাইনালে পৌঁছাবে।

খেলায় প্রথম চমক আসে যুক্তরাষ্ট্রের ইনিংসের ১৯তম ওভারে, যখন পেস বোলার ক্রিস জর্ডান আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। জর্ডান তার তৃতীয় ওভারে যুক্তরাষ্ট্রের শেষ তিন উইকেট দখল করে মাত্র ১০ রানের বিনিময়ে মোট ৪ উইকেট তুলে নেন।

টসে জিতে ইংল্যান্ড প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ওভারেই উইকেটের পতন ঘটায়। এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল ব্যাটার অ্যান্ড্রিস হাউস বাঁ-হাতি পেসার রিস টপলির চতুর্থ বল ফাইন লেগ দিয়ে ছয় হাঁকান। কিন্তু ওভারের শেষ বলে একই ধরনের শটের চেষ্টা করলে তা স্কয়ার বাউন্ডারিতে ফিল সল্টের অপেক্ষামান হাতে গিয়ে ধরা পরে।

হ্যাটট্রিকের আনন্দঃ ইংল্যান্ডের ক্রিস জর্ডান (ডানে)। ফটোঃ ২৩ জুন, ২০২৪।
হ্যাটট্রিকের আনন্দঃ ইংল্যান্ডের ক্রিস জর্ডান (ডানে)। ফটোঃ ২৩ জুন, ২০২৪।

নতুন ব্যাটার নিতিশ কুমার আর স্টিভেন টেইলর আগ্রাসী মনোভাব নিয়ে মাঠের চতুর্দিকে বল পাঠিয়ে ২৭ বলে ৩৪ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু টেইলর স্যাম কারানের ওয়াইড বল সজোরে কাট করলে মঈন আলী অসাধারণ একটি ক্যাচ লুফে নেন।

যুক্তরাষ্ট্র ব্যাটিং-এর আরেক ভরসা, অধিনায়ক অ্যারন জোন্স বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেন নি। লেগ স্পিনার আদিল রশিদ তার দ্বিতীয় ওভারে গুগলি দিয়ে জোন্সকে বোল্ড করেন।

রশিদ তার পরের ওভারেই আরেকটি গুগলি দিয়ে নিতিশ কুমারের উইকেট তুলে নেন। কুমার ২৪ বলে ৩০ রান সংগ্রহ করেন, যার মধ্যে ছিল ২টি ছয় আর একটি চার। যুক্তরাষ্ট্রের রানসংখ্যা ১১ ওভারের পর ছিল ৪ উইকেটে ৬৯ রান।

শেষের দিকে করি অ্যান্ডারসন (২৮ বলে ২৯) এবং হারমিত সিং (১৭ বলে ২১) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু বাধ সাধেন জর্ডান যিনি এক ওভারে চার উইকেট ফেলে দেন।

ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্রুত রান করার দিকে মনোযোগ দেয় এবং প্রথম ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। অধিনায়ক জস বাটলার অগ্রণী ভুমিকা নিয়ে ৩২ বলে তার অর্ধশতক সম্পন্ন করেন।

ক্রিজের অপর প্রান্তে সল্ট দর্শকের ভূমিকা নিলেও, সুযোগ বুঝে তিনি তার নিজস্ব খাতায় রান যোগ করতে থাকেন। ইনিংসের শেষে সল্ট ২১ বলে ২৫ রান সংগ্রহ করেন।

ইনিংসের নবম ওভারে বাটলার পাঁচটি ছয় হাঁকান এবং হারমিত সিং-এর ওভারে ৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। প্রয়োজনীয় ১১৫ রান উঠে আসে ১০ম ওভারে।

XS
SM
MD
LG