অ্যাকসেসিবিলিটি লিংক

টি-২০ ক্রিকেট বিশ্ব্বকাপ

টি২০ বিশ্বকাপ ক্রিকেটঃ ৫০ রানের ব্যবধানে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়লাভ


 ভারতের বিরাট কোহলি আইসিসি সুপার এইট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করে আরশদীপ সিং’এর সঙ্গে উলালান প্রকাশ করছেন। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া ও বারবুডা। জুন ২২,২০২৪।
ভারতের বিরাট কোহলি আইসিসি সুপার এইট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করে আরশদীপ সিং’এর সঙ্গে উলালান প্রকাশ করছেন। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া ও বারবুডা। জুন ২২,২০২৪।

লেগ-স্পিনার কুলদীপ যাদব বাংলাদেশের তিনটি উইকেট নিয়েছেন এবং হার্দিক পান্ডে অর্ধ শতক রান করে ভারতকে টি-টুয়েন্টির সেমি ফাইনালে নিয়ে গেলেন। শনিবারের এই খেলায় বাংলাদেশ পরাস্ত হলো।

ভারতের ১৯৭ রাণের জবাব দিতে গিয়ে বাংলাদেশ কুলদীপের বলে তার পাঁচজন শীর্ষ ব্যাটসম্যানের মধ্যে তিন জনকে হারালো, এরা হলেন তানজিদ হাসান(২৯), তৌহিদ হৃদয় (৪) এবং শাকিব আল হাসান ( ১১)।

কুলদীপ ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।

এই অবধি সুপার এইট খেলার দুটিতে ভারত জয়লাভ করেছে এবং শনিবার পরের দিকে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে পরাজিত করে এবং গ্রুপ ওয়ানের শেষের চারটি স্থানে থাকে তা হলে ভারত নিশ্চিত ভাবেই সেমি ফাইনালে চলে যাবে।

ভারতে ব্যাট করার সময়ে পান্ডে ৫০ রান করেন, তিনিই আবার যখন বাংলাদেশের প্রত্যাশিত ওপেনার লিটন দাশকে ১৩ রানে আউট করে দেন তখন থেকেই বাংলাদেশের পিছিয়ে পড়ার শুরু।

একবার যখন স্কিপার নাজমুল হোসেন শান্ত ৪০ বলে ৩২ রান করে জাসপ্রিত বামরাহর হাতে পরাজিত হন তখনই বাংলাদেশের জয়ের সম্ভাবনা স্তিমিত হয়ে পড়ে।

বামরাহ রিশাদ হোসেনের উইকেটও ২৪ রানে নিয়ে ফেলেন। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ টি উইকেট নেন। আর এর পরই টাইগাররা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে তাদের খেলার ইতি টানে।

২০০৭ সালের চ্যাম্পিয়ান ভারতের পাঁচজন শীর্ষ ব্যাটসম্যান প্রত্যেকেই দুই সংখ্যার রান করেন।

অল রাউন্ডার পান্ডে মাত্র ২৭ বলে ৫০ রান করে শীর্ষ স্থান দখল করেন। তিনি চারটি বাউন্ডারি এবং তিনটি ৬ ‘এর মার মারেন।

৭ ওভারে ভারত মাত্র ১ উইকেট হারিয়ে ৭১ রান করে যখন স্কিপার রোহিত শর্মা দ্রুতই ২৩ র ান করেন এবং বিরাট কোহলি একটি চারের মার আর তিনটি ছয়ের মার মেরে ২৮ বলে ৩৭ রান করেন।

এক মাত্র ব্যতিক্রম ছিলেন সুরিয়াকুমার যাদব যিনি মাত্র ৬ রান করেন অথচ গত দুটি ইনিংস’এ তিনি পর পর ৫০ রান করেছিলেন।

রিশাব পান্ত ২৪ বলে ৩৬ রান করেন , শিবাম দুবে করেন ৩৪ রান যার মধ্যে ১৮ টি আসে তিনটি ৬ েএর মার থেকে।

ভারত ব্রিজটাউনে সুপার এইটের সূচনায় আফগানিস্তানকে ৪৭ রানে পরাজিত করে । অন্যদিকে অ্যান্টিগুয়ায় বৃষ্টির মধ্যে খেলায় অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ২৮ রানে হেরে যায়
ভারত এখন টি -টুয়েন্টি ওয়ার্ল্ড কাপে ৫টির সব ক’টি ম্যাচে জয়লাভ করে। তাদের সরাসরি প্রতিযোগিতার ফলাফল হচ্ছে ভারত ১৩টিতে জয়লাভ করে , বাংলাদেশ জয়লাভ করে ১ টিতে। ।

XS
SM
MD
LG