অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার পর যুক্তরাষ্ট্রের নতুন আকাশ প্রতিরক্ষা সাহায্য দেয়ার ঘোষণা


ওকলাহোমা রাজ্যের লটন-এর কাছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঘাঁটিতে একটি পেট্রিওট ক্ষেপণাস্ত্র। এরকম শত শত ক্ষেপণাস্ত্র অগ্রাধিকার ভিত্তিতে ইউক্রেনকে পাঠানো হবে। ফাইল ফটোঃ মার্চ ২১,২০২৩।
ওকলাহোমা রাজ্যের লটন-এর কাছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঘাঁটিতে একটি পেট্রিওট ক্ষেপণাস্ত্র। এরকম শত শত ক্ষেপণাস্ত্র অগ্রাধিকার ভিত্তিতে ইউক্রেনকে পাঠানো হবে। ফাইল ফটোঃ মার্চ ২১,২০২৩।

হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের তালিকায় ইউক্রেনকে সবচেয়ে অগ্রাধিকার দেয়া হবে। আগের রাতে রাশিয়ার‍ ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশব্যাপী বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হবার পর এই ঘোষণা আসে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যোগাযোগ উপদেষ্টা জন কারবি বলেন, শত শত নতুন পেট্রিওট এবং নেসাম ক্ষেপণাস্ত্র, যেগুলো ভুমি থেকে নিক্ষেপ করে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায়, অন্যান্য দেশের আগে ইউক্রেনকে পাঠানো হবে।

তিনি বলেন, এর ফলে ইসরায়েল এবং তাইওয়ানকে এই সব ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা ব্যাহত হবে না। তিনি বলেন, অন্যান্য দেশ যারা ক্ষেপণাস্ত্রর জন্য অপেক্ষা করছে, তাদেরকে ওয়াশিংটনের সিদ্ধান্ত জানানো হলে তারা মোটামুটি সমর্থন করেছে।

“বোঝাই যাচ্ছে, আরও বেশি প্রয়োজন এবং সেগুলো এখনি প্রয়োজন,” কারবি সাংবাদিকদের টেলিফোনে ব্রিফ করার সময় বলেন। “এর ফলে, অন্যান্য দেশকে পেট্রিওট ও নেসাম ক্ষেপণাস্ত্র পরিকল্পনা অনুযায়ী সরবরাহ না করে, যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে অগ্রাধিকার দেয়ার কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।”

This handout photograph taken on June 12, 2024 and released on June 13, 2024 by the Ukrainian Emergency Service, shows firefighters trying to stop a fire at an industrial facility damaged following an air strike, in the Kyiv region, amid the Russian invas
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে দমকল বাহিনীকে রুশ হামলার পর ক্ষতিগ্রস্ত কারখানায় আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। ফটোঃ ১২ জুন, ২০২৪।

ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা

বৃহস্পতিবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে ইউক্রেন পর্যায়ক্রমিক ব্ল্যাক-আউট (বিদ্যুৎ বিচ্ছিন্নতা) ঘোষণার পরদিনই এই ব্যাপক আক্রমণ হল।

ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ পরিষেবা-দানকারী সংস্থা উক্রেনেরগো বৃহস্পতিবার সকালে বলেছে, নৈশ হামলায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন কর্মী আহত হয়েছেন।

উক্রেনেরগোর বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, “ভিনিৎসিয়া, নিপ্রোপেট্রোভস্ক, দনেৎস্ক ও কিয়েভ অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলির নানা উপকরণ ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।”

উক্রেনেরগো বুধবার ঘোষণা করেছে, দেশজুড়ে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি চলতি মাসের শুরুতে বলেছেন, সে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা গত বছর যা ছিল তা অর্ধেকে নামিয়ে এনেছে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।

জেলেন্সকি তার দৈনন্দিন ভাষণে বলেন, সরকারি কর্মকর্তারা পরিস্থিতির উন্নতির জন্য নানা পথের সন্ধান করছেন।

তিনি আরও বলেন, “আমরা এমন সমাধান-সূত্র বের করার প্রস্তুতি নিচ্ছি যা গরমের মরসুমে আরও নির্ভরযোগ্য পরিসর নিশ্চিত করবে এবং এই অত্যন্ত কঠিন সময় অতিক্রম করতে মানুষকে আরও সুবিধা ও সহায়তা দেবে।”

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনের দশটির বেশি অঞ্চলে বৃহস্পতিবারের হামলায় রাশিয়ার নিক্ষেপ করা ৯টি ক্ষেপনাস্ত্রর পাঁচটি ও ২৭টি ড্রোনের সবগুলিকে তারা ভূপাতিত করেছে।

সামরিক বাহিনী বলেছে, রাশিয়া মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলকে নিশানা করেছে, বিশেষ করে নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলকে।

নিপ্রোপেট্রোভস্কের গভর্নর বলেছেন, ওই হামলায় তিনজন আহত হয়েছেন এবং সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার দক্ষিণে ক্রাসনোদার অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেন রাশিয়ার একাধিক তেল স্টোরেজ স্থাপনাকে লক্ষ্য করে রাতে ড্রোন হামলা চালিয়েছে।

গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতেভ বলেন, স্লাভিন্সক-না-কুবানি শহরে এক হামলায় একজন নারী নিহত হয়েছেন।

XS
SM
MD
LG