অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার কারাগারে ইসলামিক ষ্টেট বন্দীদের হাত থেকে জিম্মি উদ্ধার


রাশিয়ার রস্তভে ডিটেনশন সেন্টারের বাইরে পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য অবস্থান নেয়। ফটোঃ ১৬ জুন, ২০২৪।
রাশিয়ার রস্তভে ডিটেনশন সেন্টারের বাইরে পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্য অবস্থান নেয়। ফটোঃ ১৬ জুন, ২০২৪।

রুশ কতৃপক্ষ রবিবার জানিয়েছে, তারা রস্তভ প্রদেশে কারাগারে অবরোধের দ্রুত অবসান ঘটিয়েছে। সেখানে ইসলামি স্টেটের সদস্যদের হত্যা করার পর তাদের হাতে জিম্মি দুই কারারক্ষীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে কারা বিভাগ জানায়, আইএসের অনির্দিষ্ট সংখ্যক বন্দি ওই দুই রক্ষীকে জিম্মি করেছে এবং তাদের মুক্তির জন্য আলোচনা শুরু করেছে। তার কিছুক্ষন পর এক বিবৃতিতে তারা জানায়, এক বিশেষ অভিযানে অপরাধী বন্দীদের নিধন করে জিম্মি কারারক্ষীদের অক্ষত মুক্ত করা হয়েছে।

রাশিয়ার রস্তভ অঞ্চলে এই ডিটেনশন সেন্টারের ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদের অভিযোগে যেসব আইএস সদস্যকে আদালতে হাজির করার কথা ছিল, জিম্মি আটককারীদের মধ্যে তারাও রয়েছে। পকেট-ছুরি, লাঠি এবং কুড়ালসমেত তারা কারাগারের আঙ্গিনায় লুকিয়ে ছিল বলে জানা যায়।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, জিম্মিদের মুক্তির বিনিময়ে একটি গাড়ি সরবরাহ এবং কারাগার থেকে বেরিয়ে যাবার দাবি করেছিল অপরাধীরা।

মস্কোর ক্রোকাস হলে হামলায় ১৪৪ জন নিহত হবার পর একজন নারীকে ঘটনাস্থলে ফুল দিতে দেখা যাচ্ছে। ফাইল ফটোঃ ২৭ মার্চ, ২০২৪।
মস্কোর ক্রোকাস হলে হামলায় ১৪৪ জন নিহত হবার পর একজন নারীকে ঘটনাস্থলে ফুল দিতে দেখা যাচ্ছে। ফাইল ফটোঃ ২৭ মার্চ, ২০২৪।

মস্কোর কাছে একটি কনসার্ট হলে প্রায় তিন মাস আগে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪৪ জন নিহত হন, যে হামলার দায়িত্ব দাবী করে এই জিহাদি সংস্থা। গত ২২ মার্চ ক্রোকাস সিটি হলে দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক।

ঘটনার পর ২০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তান থেকে আসা চারজন সন্দেহভাজন আক্রমণকারী রয়েছে।

দেশটিতে আইএস জঙ্গিদের প্রভাব সীমিত থাকলেও, রাশিয়া বারবার তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

রুশ গণমাধ্যমের ধারণা মতে, ককেশাস অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রুশ প্রজাতন্ত্র কারাচে-চেরকেসিয়ার সুপ্রিম কোর্টে হামলার পরিকল্পনার অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তারকৃতদের মধ্যে রস্তভের হামলাকারীদের থাকার সম্ভাবনা রয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আইএসের হয়ে যুদ্ধ করতে ইরাক ও সিরিয়ায় গিয়েছিলেন প্রায় সাড়ে চার হাজার রুশ নাগরিক। যাদের বেশিরভাগই ককেশাসের। গত এপ্রিলে রুশ বাহিনী ককেশাসের নালচিকের নিকটে দুই সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করে, যারা “একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের” সদস্য বলে জানা যায়।

XS
SM
MD
LG