অ্যাকসেসিবিলিটি লিংক

আর্জেন্টিনার কংগ্রেস ভবনের বাইরে একদল জনতার সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ

১২ জুন, বুধবার আর্জেন্টিনার বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা কংগ্রেস ভবনের বাইরে পাথর ও মলোটভ ককটেইল ছুঁড়ে মারে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেইয়ের প্রস্তাবিত রাষ্ট্রীয় সংশোধন ও আয়কর বিলে সিনেট ভোট দিতে শুরু করলে বিক্ষোভ শুরু হয়। শাসন ও পরিবর্তন সম্পর্কে মুক্তিকামী নেতার দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যের এটাই এ পর্যন্ত সবচেয়ে গুরুতর পরীক্ষা।

কংগ্রেসের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ জনতা একাধিক গাড়ি পুড়িয়ে দেয় এবং পাথর নিক্ষেপ করে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও জলকামান ব্যবহার করেছে। (এপি)


XS
SM
MD
LG