অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ অব্যাহত


গাজার আল- জাওয়াইদা শহর থেকে তোলা ছবিতে ইসরায়েলি হামলার পর গাজা সিটির দক্ষিণে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ফটোঃ ১১ জুন, ২০২৪।
গাজার আল- জাওয়াইদা শহর থেকে তোলা ছবিতে ইসরায়েলি হামলার পর গাজা সিটির দক্ষিণে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ফটোঃ ১১ জুন, ২০২৪।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় প্রস্তাবিত বহু-পর্যায়ের যুদ্ধবিরতির প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। হামাসই একমাত্র সংগঠন যারা এখনো এই পরিকল্পনায় সম্মত হয়নি।

ব্লিংকেন বলেন, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করায় ‘এটি যতটা সম্ভব স্পষ্ট হয়েছে যে, বিশ্ব এটিই খুঁজছে।’

সোমবার ১৪-০ ভোটের পর হামাস এক বিবৃতিতে স্বাগত জানায় যে, “পরিষদ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে” এবং “আমাদের জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ” নীতিগুলো বাস্তবায়নের বিষয়ে পরোক্ষ আলোচনায় বসার ইচ্ছার ইঙ্গিত দিয়েছে।

মঙ্গলবার ব্লিংকেন বলেন, এই প্রতিক্রিয়া “আশাব্যঞ্জক লক্ষণ।”

“আমরা হামাসের জবাবের অপেক্ষায় আছি। এবং সেটাই বলে দেবে তারা কী চায়, তারা কী খুঁজছে, তারা কার যত্ন নিচ্ছে,” তিনি বলেন।

ব্লিংকেন এ’কথা বলেন বিরোধী নেতা ইয়াইর ল্যাপিড এবং প্রাক্তন মন্ত্রী বেনি গ্যান্টজ-এর সাথেয় বৈঠকের পর। নেতানিয়াহু যুদ্ধ পরিচালনায় অব্যবস্থাপনা করছেন বলে অভিযোগ করে গ্যান্টজ রবিবার যুদ্ধকালীন সরকার থেকে বেরিয়ে আসেন।

ইসরায়েলের তেল আভিভে কয়েকজন জিম্মির পরিবারের সাথে কথা বলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ফটোঃ ১১ জুন, ২০২৪।
ইসরায়েলের তেল আভিভে কয়েকজন জিম্মির পরিবারের সাথে কথা বলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ফটোঃ ১১ জুন, ২০২৪।

জর্ডানে ত্রাণ সম্মেলন

ব্লিংকেনের সাথে তাদের আলোচনার পরে গ্যান্টজ এবং ল্যাপিড উভয়ই সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা মন্তব্যে একটি চুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক গাজায় আটক কয়েকজন জিম্মির পরিবারের সদস্যদের সাথেও সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মঙ্গলবার বলেন, গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রদান করা “আমাদের মানবতা ও আন্তরিকতার একটি পরীক্ষা” কারণ জর্ডান,মিশর এবং জাতিসংঘ ত্রাণ প্রবাহ উন্নত করার বিষয়ে একটি সম্মেলনের আহ্বান করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় মানবিক ত্রাণ আনার জন্য সমস্ত উপলব্ধ রুট অবশ্যই কার্যকর হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, স্থলপথগুলো “অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে

XS
SM
MD
LG