অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ২২টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন


২৪তম যান্ত্রিক ব্রিগেড প্রেস সার্ভিসের সরবরাহ করা এই ছবিতে, ইউক্রেনীয় সৈন্যরা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি অজ্ঞাত স্থান থেকে রাশিয়ার অবস্থানের দিকে ১২০ মিমি মর্টার নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। (৪ জুন, ২০২৪)
২৪তম যান্ত্রিক ব্রিগেড প্রেস সার্ভিসের সরবরাহ করা এই ছবিতে, ইউক্রেনীয় সৈন্যরা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি অজ্ঞাত স্থান থেকে রাশিয়ার অবস্থানের দিকে ১২০ মিমি মর্টার নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। (৪ জুন, ২০২৪)

ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, রাতভর ২২টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের কর্মকর্তারা বাড়িঘর ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২২টি ড্রোনের সবগুলোই ভূপাতিত করতে পেরেছে। তাছাড়া মাইকোলাইভ, ডিনিপ্রোপেট্রোভস্ক, খেরসন, পোলতাভা এবং সুমি অঞ্চলে হামলাগুলোর প্রতিরোধের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মাইকোলাইভের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, ধ্বংসস্তূপ খসে একটি বাড়ি ধ্বংস এবং আরও ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

পোলতাভার গভর্নর ফিলিপ প্রোনিন টেলিগ্রামে, রুশ হামলায় একজন আহত এবং একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হবার কথা জানিয়েছেন। ।

দিনিপ্রোপেত্রোভস্কে গভর্নর সেরহি লাইসাক টেলিগ্রামে জানিয়েছেন, ড্রোন হামলায় পাঁচটি বাড়ি, তিনটি খামার ভবন ও কিছু বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার, বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের দুটি ড্রোন, কুরস্ক অঞ্চলে দুটি ড্রোন এবং ভোরোনেঝ অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে । এতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, রয়টার্স এবং এ এফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG