গাজার দুটি এলাকায় বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষনা দিয়ে “টার্গেটেড অপারেশন” শুরু করে এবং মধ্য গাজায় বিমান হামলা চালায়।
সামরিক বাহিনী জানিয়েছে, দেইর আল-বালাহ ও বুরেইজে তারা “সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে, সামরিক কম্পাউন্ড, অস্ত্র সংরক্ষণাগার এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে” হামলা চালাচ্ছে।
রাতভর ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছেন। সেখানকার বাসিন্দারা।
দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় তাদের লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের যুদ্ধের গোলাগুলির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের কিছু অংশ পরিদর্শন করেছেন। এই যুদ্ধ এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘাতের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
নেতানিয়াহু বলেন, “যদি কেউ মনে করে আমাদের ক্ষতি করবে আর আমরা চুপচাপ বসে থাকব তবে তারা ভুল করছে। উত্তরে আমরা শক্ত পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত। সেখানের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য সব কিছু করব।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, মঙ্গলবার একটি সাক্ষাত্কারে বলেন, নেতানিয়াহু নিজেকে রাজনৈতিকভাবে বাঁচাতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন বলে বিশ্বাস করার "যথেষ্ঠ কারণ" রয়েছে।
তবে যুদ্ধ নিয়ে নেতাহিহু রাজনীতি করছেন কিনা এই প্রশ্নের জবাবে বাইডেন কিছুটা দমে যান। তিনি বলেন, সাংবাদিকদের বলেন, “আমি তা মনে করি না। নেতানিইয়াহু তাদের একটি গুরুতর সমস্যা সমাধানের চেষ্টা করছেন।”
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের একটি প্রস্তাব ঘোষণা করেন বাইডেন। তিনি এর প্রতি সমর্থন জানাতে বাকি বিশ্বের প্রতি আহবান জানান। যদিও হামাস এখনও এই প্রস্তাবে রাজি হয়নি।
নেতানিয়াহু তাঁর মন্তব্যে খোলাসা করে কিছু বলেন নি, যে কারণে বাইডেন টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ‘যুদ্ধ দীর্ঘায়িত করার’ অভিযোগ তোলেন।
সোমবার নেতানিয়াহু গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির তাৎক্ষণিক সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, চুক্তিটি একটি আংশিক রূপরেখা কেবল।
বিপরীতমুখী চাপে নেতানিয়াহু
যুদ্ধের আটমাস গড়িয়ে যাবার পর ইসরায়েলের এই নেতা বিপরীতমুখী চাপের মুখোমুখী হয়েছেন। একদিকে বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতারা তাকে সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন, অন্যদিকে ইসরায়েলের সংসদে ডানপন্থী আইনপ্রণেতারা হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত না থামার কথা বলছেন।
হামাস মঙ্গলবার বলেছে, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সেনা পুরোপুরি প্রত্যাহারের 'স্পষ্ট' প্রতিশ্রুতি না দিলে তাদের পক্ষে কোনো চুক্তিতে আসা সম্ভব না। নেতানিয়াহু প্রায় বলে থাকেন, তিনি হামাসকে সম্পূর্ণ নির্মূল না করে গাজা ছাড়বেন না।
কায়রোতে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি হামাস-ইসরায়েল আলোচনায় মধ্যস্থতা করা কাতারও ইসরায়েলকে তার উদ্দেশ্য সম্পর্কে একটি স্পষ্ট ধারনা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
গাজায় মৃতের সংখ্যা ৩৬,৫০০ ছাড়িয়ে যাবার পর নেতানিয়াহুর সাথে তার সম্পর্কে উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছেন বাইডেন।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি হয়। কিছু জিম্মি মুক্তি পেলেও ইসরায়েল বলছে আরও প্রায় ১২০ জন গাজায় রয়ে গেছে আর বাকি ৩৭ জন নিহত হয়েছে ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে , ইসরায়েলের পাল্টা বোমা ও স্থল হামলায় গাজায় অন্তত ৩৬ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাসকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।