ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়া রবিবার নতুন সাফল্যের দাবী করেছে, যখন ইউক্রেন টানা তৃতীয় বছর যুদ্ধের মাঝে অর্থোডক্স ক্রিস্টিয়ান ধর্মের গুরুত্বপূর্ণ ইস্টার উৎসব পালন করছে। কর্তৃপক্ষ বলছে, দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।
রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের ওখেরেটিন গ্রাম দখল করেছে, যা বেশ কিছু দিন ধরে তাদের লক্ষ্যবস্তু ছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা ড্রোন ফুটেজে দেখা গেছে, গ্রামটি যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত, এবং কোন ভবনই লড়াইয়ের হাত থেকে রেহায় পায় নি। রাস্তায় কোন লোক দেখা ছিল না।
ইউক্রেনের বিমান বাহিনী রবিবার জানায়, রাশিয়া ২৪টি ‘শাহেদ’ ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ২৩টি ভূপাতিত করা হয়েছে।
খারকিভ অঞ্চলের গভর্নর জানান, একটি শিশু সহ ছয়জন ড্রোন হামলায় আহত হয়েছে। রবিবার খারখিভ শহরে বিমান হামলায় আরও ১০জন আহত হয়। তিনি বলেন শহরের উপর জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়।
পার্শ্ববর্তী নিপ্র অঞ্চলের বাড়িঘরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পরলে আগুন ধরে যায়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
কিয়েভে কর্তৃপক্ষ লোকজনকে নিরাপত্তার স্বার্থে অর্থোডক্স ইস্টারের ধর্মীয় কার্যক্রমে অনলাইনে যোগ দেয়ার আহবান জানায়। কিয়েভ নগরের প্রশাসক সেরহি পপকো হুঁশিয়ারি দিয়ে বলেন, “উৎসবের এমন মহান দিনেও আগ্রাসীরা অশুভ কাজ করতে পারে।”
প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি ইউক্রেনের জনগণকে “একটি অভিন্ন প্রার্থনার মাঝে ঐক্যবদ্ধ” হবার আহবান জানান।
কিয়েভের সেইন্ট সোফিয়া ক্যাথেড্রালে রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ঈশ্বরের কাঁধে ইউক্রেনীয় পতাকার সামরিক ব্যাজ আছে।” জেলেন্সকি বলেন, “এরকম একজন মিত্র যখন আছে, তখন জীবন নিশ্চয়ই মৃত্যুর বিরুদ্ধে জয়ী হবে।”
ইউক্রেনের সংখ্যাগোরিষ্ঠ জনগোষ্ঠী অর্থোডক্স ক্রিস্টিয়ান ধর্মের অনুসারী, যদিও তারা বিভক্ত। অনেকেই স্বতন্ত্র অর্থোডক্স চার্চ অফ ইউক্রেনের অনুসারী। তাদের প্রতিপক্ষ, ইউক্রেনিয়ান অর্থোডক্স চার্চ মস্কোর প্রধান ধর্মযাজকের প্রতি অনুগত ছিল, কিন্তু ২০২২ সালে রাশিয়ার হামলার পর তারা রুশ চার্চ থেকে বিচ্ছিন্ন হয়। অনেক ইউক্রেনীয় তাদের সন্দেহের চোখে দেখে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রাতে অন্যান্য প্রার্থনাকারীর সাথে মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে ইস্টার প্রার্থনায় যোগ দেন। রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্ট্রিয়ারখ কিরিল নৈশকালিন প্রার্থনা পরিচালনা করেন।
পূর্ব ইউরোপের অর্থোডক্স ক্রিস্টিয়ানরা সাধারণত ক্যাথলিক বা প্রটেস্টান্টদের পরে ইস্টার উদযাপন করেন, কারণ তারা ক্রুসিফিকশনের পর জিশু ক্রিস্টের পুনরুজ্জীবনের তারিখ ভিন্ন ভাবে গণনা করেন