অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় আবার চালু হলো ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন

গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ শহরে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি বিদ্যালয়ে দাতব্য সংস্থাটি ১ মে বুধবার পুনরায় কাজ শুরু করে। এরপর ফিলিস্তিনিরা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের রান্না করা খাবার গ্রহণের জন্য জড়ো হয়েছিল।

এপ্রিলের শুরুতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি যানবহরে ইসরায়েলের বিমান হামলার পরে তাদেরকে গাজা ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করতে হয়েছিল। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। অঞ্চলটিতে ব্যাপক ক্ষুধা দেখা দিয়েছে। (রয়টার্স)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।


XS
SM
MD
LG