অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার রাজনৈতিক এলিটদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও


২০২৪ সালের ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জাকার্তায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করার সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী এবং তার রানিং মেটকে স্বাগত জানাচ্ছেন।
২০২৪ সালের ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জাকার্তায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করার সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী এবং তার রানিং মেটকে স্বাগত জানাচ্ছেন।

বুধবার ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সব ইন্দোনেশিয়ানের জন্য লড়াই করার অঙ্গীকার করেছেন এবং দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক অভিজাতদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী প্রাবোও বলেন, তিনি দেশের অভিজাতদের সাথে কথা বলছেন। তিনি বলেন, সকলের মঙ্গলের জন্য দলগুলোর একত্রিত হওয়া গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় ক্ষমতাসীন জোকো উইদোদোর মৌন সমর্থনপুষ্ঠ প্রাবোও নতুন পার্লামেন্টে তার জোট সম্প্রসারণের চেষ্টা করছেন এবং তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের সমর্থনকারী দলগুলোর সাথে আলোচনা করছেন।

প্রাবোও বলেন, “আমি প্রমাণ করবো, আমি সকল ইন্দোনেশিয়ানের জন্য লড়াই করি, এমনকি যারা আমাকে ভোট দেয়নি তাদের জন্যও।”

তিনি বলেন, ইন্দোনেশিয়া যদি টিকে থাকতে চায়, সমৃদ্ধ দেশ হতে চায়, তাহলে সকল এলিটকে একসাথে কাজ করতে হবে। যদি আমরা আমাদের ভেদাভেদ একপাশে সরিয়ে রাখার সাহস করি, আমাদের তিক্ততা ত্যাগ করি, দেশের জন্য আমাদের ভালোবাসা খুঁজে পাই, আসুন আমরা সবাই মিলে দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করি।

প্রাবোও ও তার রানিং মেটকে অযোগ্য ঘোষণা করে আবার নির্বাচনের দাবি জানিয়ে পরাজিত দুই প্রার্থীর চ্যালেঞ্জ দেশের সাংবিধানিক আদালত প্রত্যাখ্যান করার দুদিন পর এই নিশ্চয়তা আসলো।

প্রাবোও তার ভাষণে দারিদ্র্য ও দুর্নীতির অবসান ঘটানোর অঙ্গীকার করে বলেন, তিনি ইন্দোনেশিয়ার সকল নাগরিকের জন্য উন্নয়ন আনতে চান।

ইন্দোনেশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যাবশ্যকীয় উল্লেখ করে তিনি একে “গণতন্ত্রের পরম প্রয়োজনীয়তা” বলে অভিহিত করেন।

প্রাবোও-র বর্তমান জোট পার্লামেন্টের ৪৮ শতাংশ আসন নিয়ে গঠিত। তবে তার সিনিয়র সহযোগীরা বলেন, তিনি সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করার জন্য তার জোটকে প্রসারিত করার লক্ষ্য হাতে নিয়েছেন।

XS
SM
MD
LG