কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিনের সফরে রাজধানী ইসলামাবাদে আসার পরই সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাত করেন।
বৈঠকটি ইসলামাবাদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক সংশোধনের প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজিত হয়েছে।
জানুয়ারিতে যখন উভয় পক্ষ তাদের অভিযুক্ত জঙ্গিদের লক্ষ্য করে আক্রমণ এবং পাল্টা আক্রমণে লিপ্ত ছিল, তখন কিছু সময়ের জন্য দুই মুসলিম দেশের সম্পর্ক শীতল হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গার্ড অব অনার অনুষ্ঠান দিয়ে শরিফ রাইসিকে স্বাগত জানান, যা পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন।