শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইসরায়েল ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে।
টেলিভিশন এবং রেডিও নেটওয়ার্ক এবিসি, এনবিসি এবং এনপিয়ার ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি। ভিওএ যোগাযোগ করলে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র কোনও মন্তব্য করতে রাজি হয় নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, ইসলামি প্রজাতন্ত্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি প্রদেশে সক্রিয় হয়েছে।
আইআরএনএ এবং ইরানের ইসলামি রেভিউলশনারি গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত সংবাদ সংস্থা ফার্স বেনামি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য ইরানের প্রদেশ ইস্ফাহানে একটি বিস্ফোরণ হয়েছে।
ফার্স-এর তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি ইস্ফাহান শহরের পূর্ব প্রান্তে কাহজাভেরেস্তান শহরে হয়েছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, ইরানের আরেকটি বার্তা সংস্থা তাসনিম "নির্ভরযোগ্য সূত্রের" বরাত দিয়ে জানিয়েছে যে ইস্ফাহান শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো "সম্পূর্ণ নিরাপদ" রয়েছে।
গত সপ্তাহান্তে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার পর ইসরায়েল পাল্টা হামলা করার হুঁশিয়ারি দিয়েছিল।