অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত সতেরো হাজার ফুট উচ্চতায় গাইডেড মিসাইল পরীক্ষা করেছে


ভারত সতেরো হাজার ফুট উচ্চতায় গাইডেড মিসাইল পরীক্ষা করেছে
ভারত সতেরো হাজার ফুট উচ্চতায় গাইডেড মিসাইল পরীক্ষা করেছে

ভারতের সিকিম রাজ্যের ১৭,০০০ ফুট সুপার হাই-অল্টিটিউড (অতি উচ্চ) এলাকায়, অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ( এটিজিএম) পরীক্ষা করেছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর।

শুক্রবার (১২ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ভারত-চীন সীমান্তের, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) এর কাছাকাছি এই পরীক্ষা চলানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মেকানাইজড অ্যান্ড ইনফ্যান্ট্রি ফায়ারিং ডিটাচমেন্টসের এই মিসাইল যে কোনো ধরনের স্থির বা চলমান লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

বিজ্ঞপ্তি আরো বল হয়েছে, সিকিমের অতি উচ্চ 'ব্যাটলফিল্ড কন্ডিশন'-এ মিসাইল পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা সফল হয়েছে। ভারতীয় সেনাবাহিনী আরো বলেছে, এই মিসাইল যেকোনে ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম।

ভারতের হিমালয় অঞ্চলের অতি উচ্চ অবস্থানে আবহাওয়া প্রচণ্ড শীতল। এমন আবহাওয়ায় এইসব অঞ্চলে অনেক সময় যুদ্ধাস্ত্রে সমস্যা দেখা দেয়। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, এটিজিএম ফ্রিজিং টেম্পারেচারে এবং অতি উচ্চ অবস্থানে কাজ করতে সক্ষম।

XS
SM
MD
LG