অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেড ক্যাটেগরির সুরক্ষা দেয়া হচ্ছে


রাজীব কুমার, ভারতের প্রধান নির্বাচন কমিশনার।
রাজীব কুমার, ভারতের প্রধান নির্বাচন কমিশনার।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারকে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জেড ক্যাটেগরির সুরক্ষা দেয়া হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান নির্বাচন কমিশনারের জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছে।

বিভিন্ন গোয়েন্দা সূত্র জানায় যে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের ওপর হুমকি রয়েছে। এর পর লোকসভা নির্বাচনের আগে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ভারতের কেন্দ্রীয় সরকার।

তবে কী ধরনের হুমকি আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থায় ৪০ থেকে ৪৫ জন আধা সামরিক বাহিনীর কর্মী থাকে, সঙ্গে থাকে কমান্ডো পুলিশ।

নতুন ব্যবস্থায়, রাজীব কুমারের বাড়িতে সর্বক্ষণ ১০ জন সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকবে। ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার ২৪ ঘণ্টা তার সঙ্গে থাকবেন। আর, ১২ জন কমান্ডো প্রতিদিন তিন শিফটে তাকে নিয়ে যাওয়া-আসা করবে।

এছাড়া, অতিরিক্ত হিসেবে ২ জন নজরদারির কাজ করবে সকাল-বিকাল। আর, জরুরি কাজের জন্য তিনজন প্রশিক্ষিত গাড়ি চালক সব সময় প্রস্তুত খাকবে।

XS
SM
MD
LG