অ্যাকসেসিবিলিটি লিংক

অপহৃত ইরানি মাছ ধরার জলযান উদ্বার করলো ভারত,পাকিস্তানি ক্রু মুক্ত


আরব সাগর
আরব সাগর

ভারতের নৌবাহিনী সোমালিয়ার অদূরে সশস্ত্র জলদস্যুদের হাতে আটক করা মাছ ধরার একটি ইরানি জাহাজ পুনরুদ্ধার করে ২৩ জন ক্রু সদস্যকে মুক্ত করেছে। আরব সাগরে ইয়েমেনি দ্বীপ সোকোট্রায় আল কাম্বার ৭৮৬ নামের এই জাহজটি ২৮ শে মার্চ অবস্থান করছিল।শুক্রবার নৌবাহিনীর এক বিবৃতিতে জানা যায়, তখন নয় জন জলদস্যু ঐ জাহাজে আরোহন করে।

এই জাহাজকে তখন বাধা দেয় ভারতীয় নৌ বাহিনীর দু’টি জাহাজ আইএনএস সুমেধা ও আই এন এস ত্রিশূল এবং তাতে ১২ ঘন্টা ধরে কৌশলগত ভাবে জলদস্যুদের উপর চাপ সৃষ্টি করার পর তাদের আত্মসমর্পণে বাধ্য করা হয়।

ভারতীয় নৌাবাহিনী শনিবার একটি পৃথক বিবৃতিতে বলেছে গভীর সমুদ্রে দস্যুতার অভিযোগে ভারতের অভ্যন্তরীন আইনের আওতায় এই নয়জন জলদস্যুকে ভারতে নিয়ে আসা হচ্ছে।

মাছ ধরার ঐ জাহাজের ২৩ জন পাকিস্তানি ক্রু সদস্য নিরাপদে আছে এবং মাছ ধরার কাজ আবার শুরু করার আগে তাদের শরীর পরীক্ষা করা হয়েছে।

প্রায় এক দশকের মধ্যে এই প্রথমবার লোহিত সাগরের পূর্বাঞ্চলে এই জলদস্যুতার ঘটনা ঘটলো।

XS
SM
MD
LG