অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা রাশিয়ার ২৬টি ড্রোন ভূপাতিত করেছে


ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে উদ্ধার কাজ চলছে। ফটোঃ ২৮ মার্চ, ২০২৪।
ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে উদ্ধার কাজ চলছে। ফটোঃ ২৮ মার্চ, ২০২৪।

ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, রুশ বাহিনী আগের রাতে ২৮টি ড্রোন ও ৫টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওডেসা, খারকিভ, নিপ্রোপেত্রোভস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলে ২৬টি ড্রোন ভূপাতিত করে।

জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে বলেন, ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার কারণে বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লেগে যায় এবং দুজন আহত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার বলেছেন, তার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ব্যবহারের জন্য এফ-১৬ যুদ্ধবিমানের দ্রুত সরবরাহ অত্যাবশ্যক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেন্সকি বলেন, “বিশ্বজুড়ে প্রচুর প্যাট্রিয়ট (বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র) থাকা সত্ত্বেও, এখনো রাশিয়ান সন্ত্রাসীদের আক্রমণের শিকার হওয়া খারকিভ এবং অন্যান্য শহর ও সম্প্রদায়ের আকাশ কেন ঢেকে ফেলছে না, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। প্রতিদিন আমরা আমাদের জনগণ ও ইউক্রেনকে আরও ভালো সুরক্ষা দিতে কাজ করছি।”

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ হামলায় একজন নিহত ও ১৯ জন আহত হওয়ার পর জেলেন্সকি এ মন্তব্য করেন।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, রাশিয়ার হামলায় ১৮টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলগোরোদ অঞ্চলে হামলা

বুধবার রাশিয়া বলেছে, তারা বেলগোরোদ অঞ্চলকে লক্ষ্য করে ইউক্রেনের রকেট হামলা ব্যর্থ করেছে। অন্যদিকে ইউক্রেন বলেছে, রাশিয়া ১৩টি ড্রোন দিয়ে রাতে আক্রমণ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৮টি রকেট ভূপাতিত করেছে।

বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রামে জানিয়েছেন, বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

রাশিয়া ও ইউক্রেনের সীমান্তে অবস্থিত বেলগোরদ ইউক্রেনের ঘন ঘন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দুই বছরের বেশি সময় আগে রাশিয়া যে আক্রমণ শুরু করেছিল ইউক্রেন তাতে রাশিয়াকে পরাজিত করার চেষ্টা করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG