অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় কনসার্ট হল হামলায় নিহতের সংখ্যা ১১৫ জন, কিছুসংখ্যক হামলাকারী আটক


মস্কোর একটি কনসার্ট হলে শুক্রবারের বন্দুক হামলায় নিহতদের স্মরণে ক্রাইমিয়ার সিমফেরোপোলে মোমবাতি জ্বালাতে শোকার্ত মানুষের ভীড় । ( ২২ মার্চ, ২০২৪)
মস্কোর একটি কনসার্ট হলে শুক্রবারের বন্দুক হামলায় নিহতদের স্মরণে ক্রাইমিয়ার সিমফেরোপোলে মোমবাতি জ্বালাতে শোকার্ত মানুষের ভীড় । ( ২২ মার্চ, ২০২৪)

শনিবার, মস্কোর একটি কনসার্ট হলে হামলার ঘটনায় চার বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে রাশিয়া। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে বলেও জানায় দেশটি। নিহতের সংখ্যা বেড়ে ১১৫ তে দাঁড়িয়েছে।

এখনও এই হামলার বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো ইসলামিক স্টেটের দায় স্বীকার করার বিষয়ে কোনও মন্তব্য না করলেও কিছুসংখ্যক আইনপ্রণেতা এর সাথে ইউক্রেনের সম্ভাব্য সংযোগের দিকটিই ইঙ্গিত করেছেন।

মস্কোর উত্তরাঞ্চলীয় শহরতলী ক্রাসনোগোরস্কের ক্রোকাস সিটি হলে ছদ্মবেশী বন্দুকধারীরা শুক্রবার সন্ধ্যায় গুলি চালায়। সোভিয়েত আমলের রক ব্যান্ড পিকনিকের কনসার্টকে সামনে রেখে এই হামলা চালানো হয়। রাশিয়ায় গত এক দশকে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

হামলাকারীদের মধ্যে কেউ কেউ রাশিয়ার ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির এফএসবি সিকিউরিটি সার্ভিস। তারা আরও বলে যে আক্রমণকারীদের সে দেশে “যোগাযোগের সুত্র” রয়েছে। তারা বিস্তারিত আর কিছু জানায়নি। কোন কোন আইন প্রণেতা কোন রকম প্রমাণ ছাড়াই কিয়েভের দিকে অং্গুলি তোলেন

রাশিয়ার একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য আন্দ্রে কার্তাপোলভ ইউক্রেনের দিকে ইঙ্গিত করে বলেন, হামলায় তাদের পৃষ্ঠপোষকতার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মাইখাইলো পোডোলিয়াক টেলিগ্রামে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইউক্রেনের এর সাথে কোন সম্পর্ক নেই। গত দুই বছর ধরে তারা কেবল রাশিয়ার সামরিক অভিযানই সামলে যাচ্ছে।

তদন্তকারীরা বলছেন, ওই ভবনে গুলিবদ্ধ হয়ে, আগুন লেগে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েও অনেকের মৃত্যু হয়েছে। সন্ত্রাসীরা ৬০০০ আসন বিশিষ্ট কনসার্ট হলের প্রাঙ্গণে তরল দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় বলে জানায় তারা।

শুক্রবার ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে নেয়। তারা বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে “বড় সমাবেশে ” হামলা চালিয়েছে এবং “নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গেছে”।

রুশ কর্তৃপক্ষ একে 'সন্ত্রাসী হামলা' বললেও ইসলামিক স্টেটের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ঘটনার তিন দিন আগে, পুতিন মস্কোতে আসন্ন হামলার বিষয়ে পশ্চিমা সতর্কবার্তাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি এটিকে তার নাগরিকদের ভয় দেখানোর জন্য পরিকল্পিত প্রচারণা বলেছিলেন।

এই হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার শক্তিশালী গোয়েন্দা সংস্থার দিকে এখন নজর দেয়া হচ্ছে।

XS
SM
MD
LG