অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালিবানের রাজনৈতিক ঘাঁটিতে আত্মঘাতী আক্রমণ


কান্দাহারে আত্মঘাতী বোমা হামলার স্থানে একজন আফগান নিরাপত্তা প্রহরী একটি গাড়ি তল্লাশি করে দেখছে। মার্চ ২১,২০২৪।
কান্দাহারে আত্মঘাতী বোমা হামলার স্থানে একজন আফগান নিরাপত্তা প্রহরী একটি গাড়ি তল্লাশি করে দেখছে। মার্চ ২১,২০২৪।

বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে আত্মঘাতী বোমা হামলার এক বিরল ঘটনায় অন্তত তিনজন নিহত এবং এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন। কান্দাহারে তালিবানের রাজনৈতিক সদর দপ্তর অবস্থিত।

তালিবান কর্তৃপক্ষ বলেছে ঘটনার শিকার এই লোকজন সরকার পরিচালিত নিউ কাবুল ব্যাংক’এর বাইরে তাদের বেতন নেয়ার জন্য সমবেত হন আর তখনই একজন আত্মঘাতী বোমাবাজ তাদের শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তারা জানান যে আহতদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কেউ কেউ গুরুতর ভাবে আহত হন। তালিবানের অভ্যন্তরীন মন্ত্রনালয়ের মুখপাত্র কাবুলে বলেন এই আক্রমণের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এই প্রাণনাশী বোমা হামলার দায় তাৎক্ষণিক ভাবে কোন গোষ্ঠী স্বীকার করেনি।

তালিবানের সর্বোচ্চ নেতা,হিবাতুল্লাহ আখুনজাদা কান্দাহারে বাস করেন এবং সেখান থেকেই কার্যত শাসন পরিচালনা করেন। সেখানেই তার এই মৌলবাদী গোষ্ঠীর জন্ম।

কেবল পুরুষদের নিয়ে গঠিত কাবুলের তালিবান সরকার , কান্দাহার থেকে আখুনজাদার নিয়মিত পাঠানো নির্দেশগুলো বাস্তবায়ন করে। আখুনজাদা নিজে কান্দাহারের বাইরে তেমন একটা যান না।

মেয়েদের ষষ্ঠ শ্রেণীর উপরে শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আখুনজাদা। তিনি সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে বহু নারীর কাজ করা নিষিদ্ধ করেছেন । নারীদের নিজস্ব প্রকাশ্য জীবন যাপন ও নিষিদ্ধ করেছেন তিনি।

কার্যত এই আফগান নেতারা আফগানিস্তানের বিরোধী গোষ্ঠীকে দমন করেছে কিংবা কোণঠাসা করে রেখেছে তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত আই-এস খোরাসান বা দায়েশ নিয়মিত ভাবে দাবি করে যে তারা তালিবান সদস্যদের এবং দেশের সংখ্যালঘু শিয়াদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে।

XS
SM
MD
LG