২১ মার্চ, বৃহস্পতিবার মেক্সিকো থেকে দেখা গেছে, রিও গ্রান্দে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে অভিবাসন-প্রত্যাশীদের পথ রোধ করেছে টেক্সাস ন্যাশনাল গার্ডের সৈন্যরা।
রিপাবলিকান সমর্থিত টেক্সাস আইন রদ জারি রাখবে কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্রের এক আপিল আদালতের প্যানেল দ্বিধা-বিভক্ত বলে ধারণা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অবৈধভাবে পেরিয়ে আসা অভিবাসন-প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের গ্রেফতার ও বিচার করতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে ক্ষমতা দেয় এই আইন।
এই আইনকে কার্যকর করার অনুমতি দেওয়া হবে কিনা তা বিবেচনা করছেন তিন-বিচারপতির একটি প্যানেল। ডেমোক্রেটিক নেতা প্রেসিডেন্ট জো বাইডেন ও একাধিক নাগরিক অধিকার গোষ্ঠীর চ্যালেঞ্জ করা একটি মামলার ফলাফল অমীমাংসিত থাকায় রাজ্যটি একজন বিচারপতির রায়ের বিরুদ্ধে আপিল করেছে; যে রায়ে এই আইন প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। (রয়টার্স)