অ্যাকসেসিবিলিটি লিংক

লোহিত সাগরে ট্যাংকারে হামলা, ২টি বিস্ফোরণের ঘটনা – নিরাপত্তা সংস্থা


হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের হোদেইদাহ বন্দরে নোঙ্গর করা একটি বানিজ্যিক মালবাহী জাহাজের পাশে উপকুল রক্ষীদের নৌকা ।
হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের হোদেইদাহ বন্দরে নোঙ্গর করা একটি বানিজ্যিক মালবাহী জাহাজের পাশে উপকুল রক্ষীদের নৌকা ।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রে শুক্রবার জানিয়েছে, একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাযুক্ত তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংকার ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ উপকূল দিয়ে যাওয়ার সময় জাহাজের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি গত ৪৮ ঘন্টায় কোনও বাণিজ্যিক জাহাজে করা তৃতীয় হামলা।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস অনুযায়ী, একই অঞ্চলের একটি বাণিজ্যিক জাহাজের মাস্টার জাহাজের এক পাশের বিম থেকে সামান্য দূরে একটি বিস্ফোরণের কথা জানিয়েছেন। প্রতিবেদন দুইটিতে বলা জাহাজটিই এ জাহাজ কিনা তা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে সক্ষম হয়নি।

গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশের জন্য নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইরানের সঙ্গে যুক্ত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তাদের আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করেছে। যে কারণে সংস্থাগুলি আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে।

পূর্বের প্রতিবেদনে উল্লেখ করা জাহাজগুলিতে কোনও ক্ষতি বা নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জাহাজ চলাচলে হামলার জবাবে হুথিদের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

বৃহস্পতিবারের দিনের শেষের দিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলে, হুথিরা ইয়েমেন থেকে এডেন উপসাগরের দিকে দুটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং উত্তরে লোহিত সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে যুক্তরাষ্ট্র বা মিত্রজোটের জাহাজগুলিতে কোনও আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার ভোরে বলে, তারা ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলিতে নয়টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ধ্বংস করেছে।

XS
SM
MD
LG