অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বাড়িয়ে তুলেছে রাশিয়া


মস্কোতে ক্রেমলিন, রাশিয়া। ২০ এপ্রিল, ২০২০। ফাইল ছবি।
মস্কোতে ক্রেমলিন, রাশিয়া। ২০ এপ্রিল, ২০২০। ফাইল ছবি।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর শত শত কর্মীকে বহিষ্কার করার পর পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া সফলভাবে তার গুপ্তচরবৃত্তি অভিযান পুনরায় শুরু করেছে। তারা সতর্ক করে দিয়েছেন যে, ক্রেমলিন ইউরোপীয় দেশগুলোতে অনুপ্রবেশ করতে এবং বিভিন্ন গোয়েন্দা অভিযান চালানোর জন্য প্রক্সিগুলোর একটি নেটওয়ার্ক ব্যবহার করছে।

সম্প্রতি এক প্রতিবেদনে ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট বা আরইউএসআই সতর্ক করে দিয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ “বিশেষ বাহিনীর সেনা নিয়োগ ও প্রশিক্ষণ ব্যবস্থাপনার পদ্ধতি পুনর্গঠন করছে এবং ইউরোপীয় দেশগুলোতে অনুপ্রবেশের জন্য সহায়তা যন্ত্রপাতি পুনর্গঠন করছে।”

ইউক্রেনের প্রতি পশ্চিমা ঐক্য ও সমর্থন ক্ষুণ্ণ করার লক্ষ্যে বিদেশে অবস্থিত রাজনৈতিক বিরোধীদের হত্যা থেকে শুরু করে বিদেশি নির্বাচনে হস্তক্ষেপ পর্যন্ত তাদের এসব অভিযানের অন্তর্ভুক্ত।

কিয়েভ বলেছে, তারা বার্লিনকে বিপদ সম্পর্কে সতর্ক করেছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওলেক্সি দানিলভ গত সপ্তাহে সংবাদপত্র টাইমস অব লন্ডনকে বলেন, “আমরা আমাদের জার্মান অংশীদারদের রাশিয়ানদের গুপ্তচর নেটওয়ার্ক সম্পর্কে একাধিকবার সতর্ক করেছি। এই নেটওয়ার্ক জার্মানিতে খুব সক্রিয়… এটা সবাই জানে যে রাশিয়ানরা জার্মান কর্মকর্তাদের কথোপকথন শুনছে এবং আমরা মনে করি এটিই তাদের কাছে নেয়া শেষ কথোপকথন নয়।”

রাশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সেনাবাহিনী অবরুদ্ধ হয়ে পড়ায় রাশিয়া বিদেশে তাদের ‘অপ্রচলিত’ অভিযান জোরদার করতে চাইছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “ইউক্রেনের সহযোগিদের অস্থিতিশীল করার জন্য রাশিয়ার সক্রিয় আগ্রহ রয়েছে এবং ইউরোপ জুড়ে বেশ কয়েকটি নির্বাচন সামনে আসার সাথে সাথে মেরুকরণকে আরও বাড়িয়ে তোলার ব্যাপক সুযোগ রয়েছে।”

XS
SM
MD
LG