অবশেষে বার্বি! বেস্ট অরিজিনাল সং অস্কার
বেস্ট অরিজিনাল সং এর জন্য অস্কার পেয়েছেঃ
গানঃ ওয়াট ওয়াস আই মেড ফর? ফিল্মঃ বার্বি।
গীতিকার ও সুরকারঃ বিলি এলিশ ও ফিনিয়াস ও'কনেল।
আপনি জানেন কি ... কে সব চেয়ে বেশি ব্যক্তিগত অস্কার পেয়েছেন?
ব্যক্তিগত পুরষ্কার কার বেশি?
ব্যক্তিগত পুরষ্কারের কথা উঠলেই, সেরা অভিনেতা, অভিনেত্রী বা বড়জোর সেরা পরিচালকের প্রসঙ্গ সামনে আসে। কিন্তু অস্কার ইতিহাসে সব চেয়ে বেশি ব্যক্তিগত পুরষ্কার পেয়েছেন যে ব্যক্তি, তিনি চিরকাল ছিলেন পর্দার আড়ালে। একজন ফিল্ম প্রযোজক যিনি আমেরিকান কার্টুন শিল্পের পথিকৃৎ, মিকি মাউস আর ডনাল্ড ডাক-এর স্রষ্টা, সেই ওয়াল্ট ডিসনি ২২ বার অস্কার পুরষ্কার পেয়েছেন, মনোনীত হয়েছেন ৫৯ বার।
ডিসনির আরেকটি রেকর্ড হল, ১৯৫৪ সালে তিনি ৬টি অস্কারের জন্য মনোনীত হয়ে ৪টি জয় করেন। একই বছর এত সংখ্যক অস্কার তাঁর আগে বা পরে কেউ পান নি।
পরিচালকদের মধ্যে জন ফোর্ড ৪ বার অস্কার পেয়েছেন আর ক্ল্যাথেরিন হেপবার্ন ৪ বার পেয়েছেন সেরা অভিনেত্রী পুরষ্কার।
তা ছাড়া, সেরা সঙ্গীত রচনা বা ‘বেস্ট অরিজিনাল স্কোর’ ক্যাটেগরিতে আলফ্রেড নিউম্যান ৯ বার অস্কার পেয়েছেন। সেড্রিক গিবন্স, যিনি অস্কার পুরষ্কারের মূর্তি বা স্টাচুয়েট-এর নকশা এঁকেছেন, তিনি আর্ট ডিরেকশনে ১১ বার অস্কার পেয়েছেন।
নারীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত অস্কার পেয়েছেন ইডিথ হেড, যিনি ‘বেস্ট কস্টিউম ডিসাইন’ ক্যাটেগরিতে ৮ বার অস্কার পেয়েছেন।
সেরা অভিনেতা অস্কারঃ কিলিয়ান মারফি
সেরা অভিনেতা অস্কার পেয়েছেনঃ
কিলিয়ান মারফি
ফিল্মঃ ওপেনহাইমার।
আইরিশ অভিনেতা। জন্মঃ ১৯৭৬, ডগলাস, কর্ক, আয়ারল্যান্ড।
সেরা পরিচালকঃ ক্রিস্টোফার নোলান
সেরা পরিচালক অস্কার পেয়েছেনঃ
ক্রিস্টোফার নোলান। ফিল্মঃ ওপেনহাইমার।