অ্যাকসেসিবিলিটি লিংক

অস্কার ২০২৪ঃ ওপেনহাইমারের জয়জয়কার - সেরা ফিল্ম, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা সহ সাতটি পুরষ্কার।

সিনেমা জগতের সব চেয়ে বড় অনুষ্ঠান, অস্কারস-এর ৯৬তম পর্বে অংশ নিতে হলিউডের তারকারা প্রশান্ত মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস আঞ্জেলেসে সমবেত হয়েছেন। ডলবি থিয়েটারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন কৌতুকাভিনেতা জিমি কিমেল।

০৬:২৬ ১১.৩.২০২৪

আন্তর্জাতিক ফিচার ফিল্মঃ দ্য জোন অফ ইন্টারেস্ট

দ্য জোন অফ ইন্টারেস্ট এর পরিচালক জনাথান গ্লেযার।
দ্য জোন অফ ইন্টারেস্ট এর পরিচালক জনাথান গ্লেযার।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম এর জন্য অস্কার পেয়েছেঃ

দ্য জোন অফ ইন্টারেস্ট, ব্রিটিশ ফিল্ম।

০৬:৩৩ ১১.৩.২০২৪

আসছে ... সেরা পার্শ্ব অভিনেতা অস্কার

বাঁ দিক থেকেঃ স্টারলিং কে ব্রাউন, রবার্ট ডি নিরো, রবার্ট ডাওনি জুনিয়র, রায়ান গসলিং এবং মার্ক রাফালো।
বাঁ দিক থেকেঃ স্টারলিং কে ব্রাউন, রবার্ট ডি নিরো, রবার্ট ডাওনি জুনিয়র, রায়ান গসলিং এবং মার্ক রাফালো।

মনোনীত হয়েছেনঃ

স্টারলিং কে ব্রাউন; ফিল্মঃ আমেরিকান ফিকশন।

রবার্ট ডি নিরো; ফিল্মঃ কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন।

রবার্ট ডাওনি জুনিয়র, ফিল্মঃ ওপেনহাইমার।

রায়ান গসলিং; ফিল্মঃ বার্বি।

মার্ক রাফালো; ফিল্মঃ পুওর থিংগস।

০৬:৩৯ ১১.৩.২০২৪

সেরা পার্শ্ব অভিনেতা অস্কারঃ রবার্ট ডাওনি জুনিয়র 

রবার্ট ডাওনি জুনিয়র।
রবার্ট ডাওনি জুনিয়র।

সেরা পার্শ্ব অভিনেতা অস্কার পেয়েছেনঃ

রবার্ট ডাওনি জুনিয়র, ফিল্মঃ ওপেনহাইমার

০৬:৫২ ১১.৩.২০২৪

কে ছোট কে বড় ...

US actor Danny DeVito (R) and Austrian-US actor an former Governor of California Arnold Schwarzenegger present the award for Best Visual Effects onstage during the 96th Annual Academy Awards at the Dolby Theatre in Hollywood, California on March 10, 2024.
বিশাল আকৃতির অভিনেতা এবং প্রাক্তন বডি বিল্ডার আর্নল্ড শোয়ারটযেনেগার এবং কিছুটা ছোট আমেরিকান অভিনেতা ড্যানি ডি ভিটো এক সাথে বেস্ট ভিসুয়াল এফেক্ট এর জন্য অস্কার প্রদান করেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG