অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় 'সাময়িক যুদ্ধবিরতি' চেয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন খসড়া প্রস্তাব


রাফাহ'র এক বিধ্বস্ত ভবনে আগুন নেভাচ্ছে ফিলিস্তিনি দমকল কর্মীরা। ফটোঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।
রাফাহ'র এক বিধ্বস্ত ভবনে আগুন নেভাচ্ছে ফিলিস্তিনি দমকল কর্মীরা। ফটোঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দাবী করে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে আলজেরিয়া যে প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র তার বিপরীতে একটি প্রস্তাব করেছে, যাতে ‘’যত শীঘ্র সম্ভব একটি সাময়িক যুদ্ধবিরতির’’ প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে।

সোমবার রয়টার্স-এর দেখা নথি অনুযায়ী, খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘’বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে, রাফাহ-য় কোন বড় অভিযান বেসামরিক মানুষের আরও ক্ষতি করবে, এবং তাদের পুনরায় বাস্তচ্যুত করতে পারে, এমনকি প্রতিবেশী দেশে ঢুকিয়ে দিতে পারে।’’

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়েছে, এ’ধরনের অভিযান ‘’আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে, এবং কাজেই, বড় কোন স্থল অভিযান বর্তমান প্রেক্ষিতে পরিচালনা করা উচিত হবে না।’’

এই খসড়া প্রস্তাব কখন ভোটের জন্য কাউন্সিলে পেশ করা হবে, তা তাৎক্ষনিক পরিষ্কার ছিল না। আলজেরিয়া অনুরোধ করেছে নিরাপত্তা কাউন্সিল যেন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) তাদের খসড়া প্রস্তাবের উপর ভোট দেয়, যেখানে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দাবী করা হয়েছে। আলজেরিয়ার প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র প্রস্তাব দিল।

গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে, ইসরাইলি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৪০জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার পর থেকে ইসরাইলের পালটা হামলায় ২৮ হাজার ৯৮৫ ফিলিস্তিনি নিহত ও ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG