অ্যাকসেসিবিলিটি লিংক

দ্রুত নির্বাচনের জন্য সেনেগালের রাজধানীতে হাজার হাজার লোক মিছিল করে

শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪,ডাকারে সুশীল সমাজ এবং রাজনৈতিক গোষ্ঠীরা প্ল্যাকার্ড হাতে কর্তৃপক্ষকে নির্বাচনের তারিখ মেনে চলার আহ্বান জানায়৷

দেশটির রাষ্ট্রপতি নির্বাচন এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়।কিন্তু সেনেগালের সাংবিধানিক কাউন্সিল ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ স্থগিত করার সিদ্ধান্ত পাল্টে দেয়। সাধারণত স্থিতিশীল বলে পরিচিত পশ্চিম আফ্রিকান দেশটিকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

এই মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ম্যাকি সাল ২৫ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিলে ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু হয়, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক সঙ্কটে দেশটিকে নিমজ্জিত করে।


XS
SM
MD
LG