অ্যাকসেসিবিলিটি লিংক

হুথির ব্যবহারের জন্য মজুত ইরানের অস্ত্র ২৮ জানুয়ারিতে জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী: সেন্টকম


ফাইল-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে, আরলেই বার্ক- শ্রেণির নিয়ন্ত্রিত-ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস কার্নি সুয়েজ খাল পার হচ্ছে। ২৬ নভেম্বর, ২০২৩।
ফাইল-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে, আরলেই বার্ক- শ্রেণির নিয়ন্ত্রিত-ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস কার্নি সুয়েজ খাল পার হচ্ছে। ২৬ নভেম্বর, ২০২৩।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৮ জানুয়ারি ইরানের উন্নত প্রচলিত অস্ত্র ও অন্যান্য প্রাণঘাতী সামগ্রী আটক করেছে যা ইয়েমেনে হুথি-অধ্যুষিত এলাকায় ব্যবহারের জন্য আরব সাগরে ভাসমান এক জাহাজে মজুত ছিল।

এই সংস্থা জানিয়েছে, ২০০টির বেশি প্যাকেজে ছিল মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান, বিস্ফোরক, সমুদ্রগর্ভস্থ/উপরিতলের মানবহীন গাড়ির (ইউইউভি/ইউএসভি) উপাদান, সামরিক মানের যোগাযোগ ও নেটওয়ার্ক সরঞ্জাম, ট্যাঙ্ক-রোধী গাইডেড ক্ষেপণাস্ত্র লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জাম। এগুলি ঐ জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডার মাইকেল এরিক কুরিলা বলেন, “হুথিদেরকে অব্যাহত ভাবে ইরানের উন্নত প্রচলিত অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক জাহাজ চলাচল ও অবাধ বাণিজ্যের নিরাপত্তাকে ব্যাহত করছে।”

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক বাণিজ্যতরীর উপর ইয়েমেনের হুথি জঙ্গিরা বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, গাজা ভূখণ্ডে ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তাদের এই হামলা।

XS
SM
MD
LG