ফিলিপাইনের সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৯ ইসলামি জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ক্যাথলিক প্রার্থণা সভায় বোমা হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন ৩ ব্যক্তি।
বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় পিয়াগাপো পৌরসভার কাছে একটি পাহাড়ি খামারে লুকিয়ে থাকার সময় দাওলাহ ইসলামিয়াহ গোষ্ঠীর প্রায় ১৫ জন সন্দেহভাজনকে লক্ষ্য করে সেনা সদস্যরা গুলি চালায়।এ কথা জানিয়েছেন সংশ্লিষ্ট সামরিক ইউনিটের কমান্ডার।
সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল ইয়েগর রে বারোকুইলো এএফপিকে বলেন, বন্দুকযুদ্ধে ৯ বন্দুকধারী নিহত হয়েছে; আহত হয়েছে ৪ সেনা সদস্য। আহতদের মধ্যে দুজনের অবস্থা 'গুরুতর' বলে উল্লেখ করেন তিনি।বলেন, তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।
গত মাসে দক্ষিণাঞ্চলীয় শহর মারাউয়ির একটি স্কুলে ক্যাথলিক প্রার্থণা সমাবেশে বোমা হামলা হয়। সেই ঘটনায় সন্দেহভাজন ৬ জনের মধ্যে ৩ জন, বৃহস্পতিবারের সংঘর্ষকালে নিহত হয়েছে বলে জানান তিনি। বলেন, আরো ৩ সন্দেহভাজন এখনো পলাতক।এর মধ্যে “ইঞ্জিনিয়ার” ছদ্মনামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র রয়েছে। তাকে এই পরিকল্পনার প্রধান হোতা বলে ধারণা করা হচ্ছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে কয়েক দশক ধরে এমন অস্থিরতা চলছে। অঞ্চলটিতে প্রায়শই বাস, ক্যাথলিক গির্জা এবং পাবলিক মার্কেটে জঙ্গি হামলা হয়ে থাকে।
ম্যানিলা ২০১৪ সালে দেশটির বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সাথে সশস্ত্র বিদ্রোহের অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে।
তবে, শান্তি চুক্তির বিরোধিতাকারী মুসলিম যোদ্ধাদের অনেক ছোট ছোট দল রয়েছে। যাদের মধ্যে কিছু জঙ্গি গোষ্ঠীর, ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি আনুগত্য রয়েছে।