অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া ইউক্রেনঃ 'যুদ্ধবন্দি বহনকারী' বিমান ভূপাতিত করার জন্য মস্কো কিয়েভকে দোষ দিল


বুধবার রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।
বুধবার রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি সামরিক পরিবহন বিমান গুলি করে ভূপাতিত করার অভিযোগ জানিয়েছে। মস্কো বলেছে, ওই বিমানে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীসহ ৭৪ জন আরোহী ছিল। ওই বন্দীদের কিয়েভে আটক রুশদের সাথে বিনিময় করার কথা ছিল।

ইউক্রেনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রাশিয়ার দাবির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করে নি। তারা জানিয়েছে, ছয়জন ক্রু এবং ৩ জন গার্ড নিয়ে যুদ্ধবন্দীদের বহনকারী আইএল-৭৬ পরিবহনটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, “বিমানটিতে কারা ছিলেন এবং কতজন ছিলেন সে সম্পর্কে নির্ভরযোগ্য বা বিস্তারিত কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি বিমান আকাশ থেকে পড়ছে। বিমানটি রাশিয়ার তুষারাবৃত, গ্রামীণ পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়ে একটি বিশাল আগুনের গোলায় ঢেকে গিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রমাণ না দিয়ে বলেছে, বেলগোরোদ অঞ্চলের সীমান্তবর্তী ইউক্রেনের খারকিভ অঞ্চল থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা রাশিয়ার রেডারে ধরা পড়েছে। তারা এটিকে “সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছে।

রাশিয়া বলেছে, আগে থেকে ঠিক করা বন্দি বিনিময় হবার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে। প্রায় দুই বছর ধরে যুদ্ধরত দেশ দুটি বেশ কয়েকবার বন্দি বিনিময় করেছে।

স্থানীয় জরুরি সেবা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দমকল কর্মী, অ্যাম্বুলেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

বার্তা সংস্থা এপি এবং এএফপি জানিয়েছে, ইউক্রেন বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে রাশিয়া যে দাবি করেছে সেটি তারা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিমানে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধ-বন্দি ছিলেন। তাদেরকে বন্দি বিনিময় প্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্দেশে সীমান্তে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ছাড়া, রাশিয়া বুধবার বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের এবং পশ্চিম রাশিয়ায় ওরিওল অঞ্চলের ওপর আরও চারটি ড্রোনকে প্রতিহত করার খবর জানায়।

XS
SM
MD
LG