অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গোলিয়ায় গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত, আহত ১৪


উলানবাটোরে ট্রাক বিস্ফোরণের ঘটনাস্থলে পুলিশ আর দমকল বাহিনী কাজ করছে।
উলানবাটোরে ট্রাক বিস্ফোরণের ঘটনাস্থলে পুলিশ আর দমকল বাহিনী কাজ করছে।

মঙ্গোলিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাজধানী উলানবাটোরে গাড়ি দুর্ঘটনায় গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গোলিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভোরে ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী একটি ট্রাকের সাথে একটি গাড়ির সংঘর্ষ হলে সেটি বিস্ফোরিত হয়।

“প্রাথমিক ফলাফল অনুসারে, আগুনে তিনজন মারা গেছেন,” এনইএমএ জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, তিনজন দমকলকর্মীও নিহত হয়েছেন এবং ১৪ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর মধ্যে ১০ জনকে পুড়ে যাওয়ার জন্য চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। একটি শিশুকে বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে এবং অন্য তিনটি শিশুরও চিকিৎসা চলছে।

তারা আরও জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং আগুন নেভানো হয়েছে।

আগুনের লেলিহান শিখা

এনইএমএ’র শেয়ার করা ছবিতে দেখা গেছে, সকালে আগুন লাগার পর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগুনের লেলিহান শিখা রাস্তায় ছড়িয়ে পড়ে।

গ্যাস বহনকারী ট্রাকের ধ্বংসাবশেষ তুলে নেয়া হচ্ছ।
গ্যাস বহনকারী ট্রাকের ধ্বংসাবশেষ তুলে নেয়া হচ্ছ।

ছবিতে পুড়ে যাওয়া দুটি গাড়ি এবং রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। একটি স্কুলের জানালা উড়ে গেছে।

ঘটনাস্থলে থাকা এএফপির একজন সাংবাদিক ট্রাকটির ধ্বংসাবশেষ দেখতে পান। ট্রাকটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

এনইএমএ জানিয়েছে, নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজের জন্য এলাকার আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।

মঙ্গোলিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড বুয়াঙ্গান বলেছেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে দুঃখিত।’

মঙ্গোলিয়ায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত অ্যালেক্স নিকেস বলেছেন, তিনি এই দুর্ঘটনায় ‘মর্মাহত ও বিপর্যস্ত।’

XS
SM
MD
LG