অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের স্কুলে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত, বলেছে রাষ্ট্রীয় গণমাধ্যম


মধ্য চীনের হেনান প্রদেশের নানইয়াং শহরের ফেইচেং কাউন্টির দুশু টাউনের ইংকাই স্কুলের পুড়ে যাওয়া জানালা যুক্ত ছাত্রাবাস; (সিনহুয়ার ছবি), ২০ জানুয়ারি,২০২৪
মধ্য চীনের হেনান প্রদেশের নানইয়াং শহরের ফেইচেং কাউন্টির দুশু টাউনের ইংকাই স্কুলের পুড়ে যাওয়া জানালা যুক্ত ছাত্রাবাস; (সিনহুয়ার ছবি), ২০ জানুয়ারি,২০২৪

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলে, হেনান প্রদেশের একটি স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন।

সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর জানানো হয় স্থানীয় দমকল বিভাগকে। এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এক জন আহত হয়েছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, রাত ১১টা ৩৮ মিনিটের দিকেই আগুন নিভিয়ে ফেলে বলে জানানো হয়।

সিনহুয়া আরো বলেছে যে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন; আর, তার অবস্থা স্থিতিশীল। নিহতদের মধ্যে কোনো শিশু আছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা।

স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করছে। আর, স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। প্রায় এক কোটি মানুষের শহর নানইয়াংয়ের উপকন্ঠে অবস্থিত ইয়ানশানপু গ্রাম।

শনিবার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। আর, নিরাপত্তায় যে কোন গাফিলতির জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন।

XS
SM
MD
LG