অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লিংকেন ইসরাইলকে গাজায় বেসামরিক নাগরিকদের আরও ক্ষতি করা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে তার সপ্তাহব্যাপী সফরের অংশ হিসেবে ইসরাইলের তেল আবিবের ডেভিড কেম্পিনস্কি হোটেলে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে সাক্ষাৎ করেছেন। ৯ জানুয়ারি, ২০২৪।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে তার সপ্তাহব্যাপী সফরের অংশ হিসেবে ইসরাইলের তেল আবিবের ডেভিড কেম্পিনস্কি হোটেলে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে সাক্ষাৎ করেছেন। ৯ জানুয়ারি, ২০২৪।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন। ব্লিংকেন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন, ইসরাইলের সেনাবাহিনী যাতে হামাস জঙ্গিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজার বেসামরিক নাগরিকদের আরও ক্ষয়ক্ষতি এড়ানোর বিষয়টি নিশ্চিত করে।

.নেতানিয়াহু এবং ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে ব্লিংকেনের সাক্ষাতের পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি রোধ করার জন্য ইসরাইলের অধিকারের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং আরও বেসামরিক ক্ষতি এড়ানো ও গাজায় বেসামরিক অবকাঠামো রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।”

এর আগে ব্লিংকেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে আলাপ করেন । পাশাপাশি ব্লিংকেন বলেছেন, তিনি গাজায় হামাস জঙ্গিদের হাতে আটক থাকা কয়েকজন জিম্মির পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন এবং তুরস্ক, গ্রীস, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সফরের সময় ওই অঞ্চলের নেতাদের কাছে যা শুনেছেন সে সম্পর্কে কিছু ইসরাইলি নেতার সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

হারজোগ “ইসরাইলের সাথে অবিচলভাবে” থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ এমন একটি বিষয় যা “আন্তর্জাতিক মূল্যবোধ এবং মুক্ত বিশ্বের মূল্যবোধকে প্রভাবিত করে।”

ইসরাইলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক বিচারিক আদালতে দায়ের করা একটি মামলাও প্রত্যাখ্যান করেছেন হারজোগ। তিনি অভিযোগটিকে “নৃশংস এবং অযৌক্তিক” বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার মামলাটির শুনানি শুরু হওয়ার কথা। হারজোগ বলেন, ইসরাইল “আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে আমাদের সবচেয়ে সহজাত অধিকার, আত্মরক্ষার অধিকার আদায় করার বিষয়টি গর্বের সাথে উপস্থাপন করবে।”

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন , ২৪ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি গাজা ভূখন্ডে ইসরাইলের সামরিক অভিযানে নিহত হয়েছে। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু।

গাজায় মাটির নিচে টানেল ব্যবহারসহ বেসামরিক এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করায় হামাসের সমালোচনা করেছে ইসরাইল। মঙ্গলবার হারজোগ বলেছেন, ইসরাইল “অত্যন্ত জটিল পরিস্থিতিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে” যাতে কোনো বেসামরিক লোকের হতাহতের ঘটনা না ঘটে।

৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইসরাইলের সীমান্ত অতিক্রম করে দক্ষিণাঞ্চলে আক্রমণ করে। ইসরাইল জানায়, এই হামলায় ১২০০ মানুষ নিহত হয়েছে এবং হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে। এরপরই ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য তাদের সামরিক অভিযান শুরু করে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু অংশ রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG