অ্যাকসেসিবিলিটি লিংক

গোল্ডেন গ্লোবসঃ ‘ওপেনহেইমার’ এর আধিপত্য, কমেডিতে ‘পুওর থিংস’ এর জয়


প্রযোজক এমা থমাস বেস্ট মোশন পিকচার ক্যাটাগরিতে বিজয়ী “ওপেনহেইমার”-এর জন্য পুরস্কার গ্রহণ করেছেন। পেছনে বাম থেকে রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, গোরানসন, ফ্লোরেন্স পাগ, ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মারফি এবং উপস্থাপক ওপরাহ উইনফ্রে (এপি-র মাধ্যমে সিবিএস)
প্রযোজক এমা থমাস বেস্ট মোশন পিকচার ক্যাটাগরিতে বিজয়ী “ওপেনহেইমার”-এর জন্য পুরস্কার গ্রহণ করেছেন। পেছনে বাম থেকে রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, গোরানসন, ফ্লোরেন্স পাগ, ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মারফি এবং উপস্থাপক ওপরাহ উইনফ্রে (এপি-র মাধ্যমে সিবিএস)

"ওপেনহেইমার" গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ আধিপত্য বিস্তার করে শীর্ষ পুরষ্কারগুলো ঘরে তুলেছে।

ইয়োগোর্স ল্যান্থিমোসের ‘পুওর থিংস’ ৮১তম গোল্ডেন গ্লোবসে সেরা কমেডি বা মিউজিক্যালের পুরস্কার জিতেছে, এটি ওই ক্যাটাগরির ফেভারিট ‘বার্বি’র বদলে একটি অপ্রত্যাশিত জয়।” এমা স্টোনও “পুওর থিংস”-এ তার অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন।

টেলিভিশনে “সাকসেশান” এবং “দ্য বিয়ার” একাধিক সম্মাননা পেয়েছে। ক্রিস্টোফার নোলানের এপিক আমেরিকান সিনেমা “ওপেনহেইমার” পাঁচটি বড় পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার, সেরা অভিনেতা কিলিয়ান মারফি, সেরা সহ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, এবং সংগীতে লুডভিগ গোরানসন।

সেরা কমেডি বা মিউজিক্যালের পাশাপাশি “পুওর থিংস” এমা স্টোনের বেলা চরিত্রে অভিনয়ের জন্যও পুরস্কার জিতেছে। চরিত্রটি ছিল ভিক্টোরিয়ান যুগের একজন নারীর যিনি পরাবাস্তব যৌন আকাঙ্ক্ষা অনুভব করছেন।

গোল্ডেন গ্লোবস তার নবম দশকে পৌঁছেছে, কিন্তু এটি এখন নতুন ও অনিশ্চিত অধ্যায়ের মুখোমুখি। কেলেঙ্কারির কয়েক বছরের অস্থিরতার পরে হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন ভেঙে দেয়া হয়েছিল। অস্কার এবং গ্র্যামির পরে বছরের তৃতীয় বৃহত্তম এওয়ার্ড শো হিসেবে ভাবমূর্তি পুনরুদ্ধারে নতুন নেটওয়ার্ক সিবিএসে নতুন গ্লোবসের পর্ব শুরু হয়।

'কেনার্জি'কে পরাজিত করে ডাউনি তৃতীয়বারের মতো গ্লোব জিতে নিলেন। রায়ান গসলিং-কে তার সবচেয়ে তীব্র প্রতিযোগী হিসেবে দেখা হয়েছিল। এটি ছিল “ওপেনহেইমার” এবং গ্রেটা গারউইগের “বার্বি”র মধ্যে অনেকগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে একটি।

সেরা পরিচালক বিভাগেও এই দুই ছবির নির্মাতা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানে নোলান জয়লাভ করেছেন।

১ দশমিক ৪ বিলিয়নের বেশি টিকেট বিক্রি হওয়া বছরের সবচেয়ে বড় হিট “বার্বি” রবিবার একটি পুরস্কার জিতেছে। বিলি আইলিশের “হোয়াট ওয়াজ আই মেড ফর?” সেরা গান হিসেবে পুরস্কার জেতে এবং “বার্বি” “সিনেম্যাটিক এন্ড বক্স অফিস এচিভমেন্ট” এর জন্য গ্লোবসের নতুন সম্মাননা জেতে।

অনেকে ভেবেছিলেন, পুরস্কারটি টেইলর সুইফট পেতে পারেন। তার “টেইলর সুইফটঃ দ্য ইরাস ট্যুর” বক্স অফিস রেকর্ড গড়েছে। পাঁচটি মনোনয়ন পেলেও সুইফট একটিও পুরস্কার পাননি।

“বার্বি”র তারকা এবং প্রযোজক মার্গট রবি ১৯৭৭ সালের সুপারস্টার বার্বির মডেলের আদলে একটি গোলাপি গাউন পরে অনুষ্ঠানে এসে পুরস্কারটি গ্রহণ করেন।

XS
SM
MD
LG