অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরান-সমর্থিত ৬ জঙ্গি নিহত


 ইরাকি শহর কাইম এবং সিরিয়ার বোকামালের মধ্যে ক্রসিং এলাকা৷
ইরাকি শহর কাইম এবং সিরিয়ার বোকামালের মধ্যে ক্রসিং এলাকা৷

ইরাকি মিলিশিয়া গ্রুপের দুই সদস্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, শনিবার পূর্ব সিরিয়ায় ইরাকের সাথে একটি কৌশলগত সীমান্ত ক্রসিংয়ের কাছে রাতভর তিনটি বিমান হামলায় ইরান-সমর্থিত ছয় জন জঙ্গি নিহত হয়েছে।

ইরান-সমর্থিত ইরাকি জঙ্গিদের একটি গোষ্ঠী ইরাকের উত্তরাঞ্চলে ইরবিল শহরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করার কয়েক ঘন্টা পরেই বোকামালের সীমান্ত অঞ্চলে হামলা হয়েছে। এই গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স বা ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী নামে পরিচিত। ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানে একশর বেশি বার হামলা চালিয়েছে এই দলটি।

নিহতদের মধ্যে চারজন লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গ্রুপের এবং বাকি দুজন সিরিয়ান বলে জানিয়েছে জঙ্গিরা। তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছে কারণ সংবাদমাধ্যমের সাথে তাদের কথা বলার অনুমতি দেওয়া হয়নি। আরও দুজন আহত হয়েছেন বলে জানায় তারা।

ওয়াশিংটন তাত্ক্ষনিক ভাবে এই হামলা সম্পর্কে মন্তব্য করেনি, যদিও ঘোষণা করেছে যে গত দুই মাস ধরে হামলার বৃদ্ধির পরে ইরান-সমর্থিত মিলিশিয়া অবস্থানে কিছু পরিকল্পনা করা হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা আহত হওয়ার পর ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।

উত্তেজনা বৃদ্ধি বাগদাদকে একটি নাজুক পরিস্থিতিতে ফেলেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী তাকে ক্ষমতায় পৌঁছাতে সাহায্যকারী জঙ্গি গোষ্ঠীগুলি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চাপ কমানোর চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রে ইরাকের বৈদেশিক রিজার্ভ রয়েছে।

XS
SM
MD
LG