বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে নির্বাচনের সকল প্রক্রিয়া অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) সিলেটে, জেলার ৬ আসনের প্রার্থীর সঙ্গে মত বিনিময়কালে কাজী হাবিবুল এ কথা বলেন।
তিনি আরো বলেন, “আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।”
সিইসি জানান, সরকারের কাছ থেকে যে ধরনের সমর্থন পাওয়া যাচ্ছে, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
কাজী হাবিবুল আওয়াল আরো জানান, নির্বাচনী মাঠে সকল প্রার্থী যাতে সমান সুযোগ-সুবিধা পেতে পারে, সেজন্য ইসি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে, সরকারের সহযোগিতা ও স্থানীয় প্রশাসনের আন্তরিকতায় নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।