অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় ৯০ ফিলিস্তিনি নিহত


ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে দেখা যাচ্ছে ইসরাইলের সামরিক আপাচে হলিকপ্টার থেকে ইসরাইল গাজা সীমান্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।
ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে দেখা যাচ্ছে ইসরাইলের সামরিক আপাচে হলিকপ্টার থেকে ইসরাইল গাজা সীমান্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

গাজার কোথাও কোন নিরাপদ জায়গা নেই । ইসরাইলের চলমান অভিযান মানবিক সহায়তা বিতরণে 'ব্যাপক প্রতিবন্ধকতা' সৃষ্টি করছে বলে সতর্ক করেছিলেন জাতিসংঘ প্রধান। এর একদিন পরই শনিবার উদ্ধারকারীরা ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি বিমান হামলায়, দুটি বাড়িতে একটি বর্ধিত পরিবারের কয়েক ডজন সদস্যসহ ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যরা গত সপ্তাহে গাজা ভুখন্ডে শত শত কথিত জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ২০০ জনেরও বেশি লোককে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলে হস্তান্তর করা হয়েছে। তারা অবশ্য ফিলিস্তিনি পুরুষদের ঢালাও ভাবে আটকের বিতর্কিত নীতি সম্পর্কে তেমন বিস্তারিত কিছুই জানায়নি। সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে ৭০০ জনেরও বেশি মানুষকে ইসরাইলি কারাগারে প্রেরণ করা হয়েছে।

যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও, ইসরাইল গাজায় হামাসকে ধ্বংস, ক্ষমতাচ্যুত এবং ইসরাইলি সকল জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

এদিকে বাইডেন প্রশাসন কূটনৈতিক অঙ্গনে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করে। এতে গাজায় মরিয়া হয়ে ওঠা বেসামরিক নাগরিকদের কাছে অবিলম্বে ত্রাণ সরবরাহের গতি বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়। তবে যুদ্ধবিরতির ব্যাপারে কিছু বলা হয়নি এই প্রস্তাবে।

শুক্রবার বিমান হামলায় দুটি বাড়ি বিধ্বস্ত হয়, গাজা সিটিতে একটি এবং নুসিরাতের কেন্দ্রস্থলে শরণার্থী শিবিরে আরেকটি।

গাজার সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরে হামলায় আল-মুঘরাবি পরিবারের ৭৬ জন নিহত হয়েছে। তিনি জানান নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ইসরাইলের সঙ্গে এই যুদ্ধে ২০,০০০ ‘এর ও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫৩,০০০ ‘এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে জিম্মি করে এবং এই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়। এর জবাবে ইসরাইল গাজায় হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG