অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে শিখ নেতার হত্যার ষড়যন্ত্র সম্পর্কে সব তথ্য যাচাই করবে ভারত : মোদি


ফাইল: ২৯ নভেম্বর ২০২৩’এ তার দফতরে তোলা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপাতওয়ান্ত সিং পানুমের ছবি ।
ফাইল: ২৯ নভেম্বর ২০২৩’এ তার দফতরে তোলা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপাতওয়ান্ত সিং পানুমের ছবি ।

বুধবার ফিন্যানশিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যুক্তরাষ্ট্রে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা করার ব্যর্থ পরিকল্পনার অভিযোগ সম্পর্কে যে কোন তথ্যকে ভারত খুঁটিয়ে দেখবে।

এই বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের জন্য এমন এক নাজুক সন্ধিক্ষণে উঠে এসেছে যখন চীনের ক্রমবর্ধমান শক্তির বিষয়ে অভিন্ন উদ্বেগের মুখে উভয় দেশই আরও ঘনিষ্ঠ হতে চাইছে।

সংবাদপত্রটিকে মোদি বলেন, “কেউ যদি আমাদের কোন ধরণের তথ্য দেন, আমরা নিশ্চয়ই তা খতিয়ে দেখবো”। ওয়াশিংটনের সঙ্গে এ বিষয়টির কোন প্রভাব কুটনৈতিক সম্পর্কে উপর পড়তে পারে, এমন কথা তিনি নাকচ করে দেন।

তিনি বলেন, “ আমাদের নাগরিক যদি ভাল কিংবা খারাপ , যাই করুক না কেন, আমরা সেদিকে নজর দিতে প্রস্তুত। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আইনের শাসন”।

মোদি বলেন ভারত ও ওয়াশিংটন, “ পরিপক্ক ও স্থিতিশীল অংশীদারিত্বে” অভিন্ন।

তিনি বলেন, “ আমাদের সহযোগিতার মূল উপাদান হচ্ছে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধীতা । আমার মনে হয়না কিছু ঘটনাকে দু দেশের কুটনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত করা ঠিক হবে”।

গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছিল ভারতের একজন সরকারি কর্মকর্তা এই ষড়যন্ত্রের নির্দেশ দেন এবং যে লোকটি হত্যার প্রচেষ্টা নিচ্ছিল বলে অভিযোগ করা হচ্ছে বিচার বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে।

ভারত এই যোগসুত্রের ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে তার সংযোগের কথা অস্বীকার করে। ভারত বলে তারা যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে তদন্ত করে দেখবে এবং ১৮ নভেম্বর যে প্যানেলটি তৈরি করা হয় তাদের পাওয়া তথ্য অনুযায়ী, “পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ” গ্রহণ করবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যাকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছিল তার নাম গুরপাতওয়ান্ত সিং পানুন। তিনি একজন শিখ বিচ্ছিন্নতাবাদী এবং যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক।

পানুন হচ্ছেন শিখস ফর জাস্টিস’এর জেনারেল কাউন্সেল। এই গোষ্ঠিটিকে ভারত ২০১৯ সালে “ অবৈধ এসোসিয়শান” বলে অভিহিত করে এবং উগ্রবাদি কর্মকান্ডে তাদের সম্পৃক্ততা তুলে ধরে। পরবর্তীতে, ২০২০ সালে, ভারত পানুমকে “ ব্যক্তিগত পর্যায়ে একজন সন্ন্ত্রাসবাদী”হিসেবে তালিকাভুক্ত করে।

যুক্তরাষ্ট্রে এই ষড়যন্ত্রের খবর আসার দু মাস আগে কানাডা জানিয়েছিল যে জুন মাসে হারদীপ সিং নিজ্জারের হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টের জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ তারা খতিয়ে দেখছে। ভ্যাংকুভারের শহরতলীতে বসবাসরত হারদীপ সিং নিজ্জারও ছিলেন শিখ বিচ্ছিন্নতাবাদী।

কানাডার এই অভিযোগ ভারত জোরালো ভাবে প্রত্যখ্যান করে।

XS
SM
MD
LG