মঙ্গলবার সুইডেনের একটি আপিল আদালত ইরানের একজন সাবেক কর্মকর্তার অপরাধী সাব্যস্ত হওয়া এবং যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখেছে। ১৯৮৮ সালে ইরানে রাজনৈতিক বন্দিদের ব্যাপক হত্যাযজ্ঞে তার ভূমিকার জন্য গত বছর তাকে অপরাধী সাব্যস্ত করা হয়।
২০২২ সালে স্টকহমের জেলা আদালতের রায়ে হত্যা এবং আন্তর্জাতিক আইন লংঘনের জন্য হামিদ নুরিকে অপরাধী সাব্যস্ত করা হয়। ইরান এর তীব্র সমালোচনা করে এবং বলে যে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
আদালত কক্ষের বাইরে শত শত বিক্ষোভকারি এই আপিল আদালতের রায়কে স্বাগত জানায় । তারা ইরানি শাসনের অবসান চেয়ে শ্লোগান দেয়। মন্তব্যের জন্য তাৎক্ষণিক ভাবে নুরির আইনজীবিকে পাওয়া যায়নি।
ইরানের ফার্স সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে নুরির ছেলে মজিদ নুরি বলেন এটি ন্যায় বিচার ছিল না, “আমরা সুইডেনের উচ্চতর আদালতে যাবো, আন্তর্জাতিক আদালতেও যাবো এবং প্রমাণ তুলে ধরবো”।
ইরানের কারাজে গোহারদাশত কারাগারে হত্যার জন্য এক মাত্র নুরি বিচারের সম্মুখীন হয়েছে। ১৯৮৮ সালে ঐ হত্যাযজ্ঞে ইরানিয়ান পিপলস মুজাহিদিনের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এই দলটি এবং অন্যান্য রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ইরানের বিভিন্ন অংশে লড়াই করছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে সরকারি আদেশে নিহতদের সংখ্যা প্রায় ৫,০০০। তারা বলছে ২০১৮ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, “প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে”। ইরান এই হত্যার কথা কখনই স্বীকার করেনি।
সুইডেনের আইন অনুযায়ী বিদেশে আন্তর্জাতিক আইন লংঘন করে অপরাধ করলে সুইডেনের নাগরিক এবং অন্যান্য দেশের নাগরিকদের সুইডেনের আদালতে বিচার হতে পারে।
নুরিকে ২০১৯ সালে স্টকহোম বিমান বন্দরে গ্রেপ্তার করা হয়। সে সব অভিযোগ অস্বীকার করে।