রোমের অদূরে একটি হাসপাতালের অগ্নিকান্ডে অন্তত তিন জন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা শনিবার জানান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা হাসপাতাল্। হাসপাতালটির প্রায় ২০০ রোগিকে সারা রাত ধরে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
শুক্রবার রাত ১১ টার দিকে টিভোলিতে সেইন্ট জন, দ্য ইভানজেলিস্ট হাসপাতালের নীচের তলার জরুরি কক্ষে আগুনের সুত্রপাত। সেদিনটি ছিল ইটালিতে ছুটির দিন। চিফ প্রসেকিউটার ফ্রাসেস্কো মেনডিটো বলেন আগুনের শিখা আরও কয়েকটি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে “তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয় সব জায়গা”।
উপরের তলায় থাকা রোগীদের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য সারারাত দমকল বাহিনীর সিঁড়ি দিয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ১৯৩ জন রোগিকে উদ্ধার করে। যারা নিবিড় পরিচর্যা কক্ষে ছিলেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
লাজিও অঞ্চলের গভর্ণর ফ্রান্সেস্কো রোকা বলেন একটি তদন্তের মাধ্যমে এই অগ্নিকান্ডের কারণ জানা যাবে। তিনি স্বীকার করেন যে ইটালির পুরোনো হাসপাতালগুলিতে অগ্নিকান্ডের সময়ে পানি সরবরাহ এবং অন্যান্য সুরক্ষা অবকাঠামো হালনাগাদ করতে অনেক বিলম্ব হয়েছে।