ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গাগুলোতে কোরান শরিফ পোড়ানো অবৈধ ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরান অবমাননা করার বিরুদ্ধে মুসলিম দেশগুলিতে বিক্ষোভ হওয়ার পর ডেনমার্কে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ বেড়েছে।
এ বছর, ডেনমার্ক এবং সুইডেনে বেশ কয়েকটি সাধারণ বিক্ষোভ হয়েছে যেখানে ইসলামবিরোধী সক্রিয়বাদীরা কোরান পুড়িয়েছে বা কোরান নষ্ট করেছে যার ফলে মুসলমানদের সাথে উত্তেজনা সৃষ্টি হয় এবং নর্ডিক সরকারের কাছে এই ধরণের কাজ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
ডেনমার্ক সাংবিধানিক ভাবে বাক স্বাধীনতাকে সুরক্ষা দেয় এবং যার অংশ হিসেবে ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার আছে। তবে এই অধিকারের সঙ্গেজাতীয় নিরাপত্তার একটা ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করা হচ্ছে। কারণ এই আশংকা রয়ে গেছে যে কোরান পোড়ানোর ঘটনায় ইসলামপন্থীদের হামলা আরও বেড়ে যাবে।
সুইডেন এবং ডেনমার্কের সমালোচকরা যুক্তি দেখিয়েছেন যে কোরান পোড়ানোসহ যে কোন ধর্মীয় সমালোচনায় যেকোন ধরণের সীমাবদ্ধতা ঐ অঞ্চলে উদারপন্থীদের মুক্ত-চিন্তাভাবনাকে ক্ষুণ্ণ করে।
ডেনমার্কের মধ্যপন্থী জোট সরকার যুক্তি দেখিয়েছে যে নতুন নিয়মগুলি বাক স্বাধীনতার উপর নুন্যতম প্রভাব ফেলবে তবে অন্যভাবে ধর্মীয় সমালোচনা করা বৈধ।
সরকার জানিয়েছে, নতুন আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সুইডেনেও কোরান অবমাননা যাতে না হয় তার জন্য আইনগত ব্যবস্থা নেয়ার উপায় তারা বিবেচনা করে দেখছে তবে তারা ডেনমার্কের চেয়ে ভিন্ন পথ অবলম্বন করছে। তারা বিবেচনা করে দেখছে যে জনগণের বিক্ষোভের আবেদন বিবেচনার সময় জাতীয় সুরক্ষার জন্য পুলিশ নিয়োগ করা হবে কী না।