হাউস বৃহস্পতিবার এই ব্যাপারে দ্বিদলীয় পদক্ষেপ নিয়েছে যে, বন্দি বিনিময়ের শর্তে ইরানকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৬০০ কোটি ডলার ব্যবহারে বাধা দেওয়া হবে। গত মাসে ইসরাইলের উপর হামাসের ভয়াবহ হামলায় ইরানের ভূমিকা থাকার অভিযোগে রিপাবলিকানরা এই পদক্ষেপ নিতে চাপ দেয়।
‘ইরানি সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপে অর্থায়ন নয়’ শীর্ষক এই পদক্ষেপ ৩০৭-১১৯ ভোটে পাশ হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদে অর্থায়নের ক্ষেত্রে অংশীদার বলে বাইডেন প্রশাসনকে দায়ী করতে চেয়েছে রিপাবলিকানরা।
হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান প্রতিনিধি মাইকেল ম্যাকওল এক বিতর্ক সভায় তীর্যকভাবে বলেন, “ওই অঞ্চলে এমন অস্থিতিশীলতার মধ্যে শেষ যে কাজটি আমাদের করা দরকার তা হল, ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদকে আরও ৬০০ কোটি ডলার ব্যবহারের সুযোগ দেওয়া।”
প্রশাসনিক কর্মকর্তারা এই সমালোচনাকে নস্যাৎ করে দিয়েছেন। তাঁরা উল্লেখ করেছেন, কোনও ইরানকে কোন অর্খায়ন করা হয়নি। সঙ্গে এ কথাও জোর দিয়ে বলা হয় , যখন এই তহবিল ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে তখন তা কেবলমাত্র মানবিক প্রয়োজনেই ব্যবহৃত হতে পারবে।
যুক্তরাষ্ট্র ও ইরান আগস্ট মাসে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছিল যার ফলে তেহরানে বন্দি পাঁচজন আমেরিকান ও যুক্তরাষ্ট্রে বন্দি অজ্ঞাত সংখ্যক ইরানিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া ও কাতারে ইরানের কয়েকশো ডলারের জব্দ করা সম্পত্তি হস্তান্তরিত করার পর এই বন্দি বিনিময় ঘটেছিল।
তবে কয়েক দিন পরই, ৭ অক্টোবরে হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ও কাতার সম্মত হয়েছে যে, এই সময়ের মধ্যে ইরান ওই অর্থ পাবে না।