অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে বছরের প্রথম বার্ড ফ্লু শনাক্ত, হত্যা করা হবে ৪০ হাজার পাখি


ফাইল ছবি- ছবিতে একটি টেস্ট টিউব, ডিম এবং কাগজে জাপানি পতাকা দেখা যাচ্ছে। (১৪ জানুয়ারী, ২০২৩)
ফাইল ছবি- ছবিতে একটি টেস্ট টিউব, ডিম এবং কাগজে জাপানি পতাকা দেখা যাচ্ছে। (১৪ জানুয়ারী, ২০২৩)

চলতি মৌসুমে জাপানের দক্ষিণাঞ্চলীয় একটি পোল্ট্রি খামারে এইচ৫ টাইপ বার্ড ফ্লুর প্রথম সংক্রমণ ধরা পড়েছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি মন্ত্রকের কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকে জানায়, সাগা প্রদেশের স্থানীয় সরকার খামারে থাকা প্রায় ৪০ হাজার পাখি হত্যা করতে যাচ্ছে।

তথ্যের সত্যতা জানার জন্য মন্ত্রকের কর্মকর্তাদের কাউকে দপ্তরের সময়ের বাইরে পাওয়া যায়নি।

এনএইচকে আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভাইরাসের বিস্তার রোধে করণীয় কি হতে পারে তা নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খামারে কিছু হাঁস-মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরই জিনগত পরীক্ষার মাধ্যমে ভাইরাসটিকে শনাক্ত করা হয়।

সাম্প্রতিক বছরগুলিতে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে লক্ষ লক্ষ পাখিকে মেরে ফেলা হয়।

জাপানেই গত মৌসুমে ১ কোটি ৭৭ লাখ হাঁস-মুরগি হত্যা করতে হয়েছে। কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা নিতে বলা হয়েছে।

XS
SM
MD
LG