অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট: সিরিজের প্রথম ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ


বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট: সিরিজের প্রথম ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট: সিরিজের প্রথম ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ।

আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের জন্য টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে; দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ঢাকায় ৬ ডিসেম্বর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) অনুষ্ঠেয় প্রথম টেস্ট ম্যাচের টিকিটের দাম; গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা এবং গ্রিন হিল এরিয়া ১০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (এসআইসিএস) মেইন গেট লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়াম (মেইন গেট) রিকাবী বাজারের টিকিট কাউন্টারে ম্যাচের আগের দিন বিকেল সাড়ে ৫টা থেকে ম্যাচের দিন সকাল ৯টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

এই সিরিজের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটি হবে টাইগারদের প্রথম হোম সিরিজ। বিসিবি এই সিরিজের জন্য আনুষ্ঠানিক ভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলে, প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার শান্ত।

সিরিজে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে তিন খেলোয়াড়ের। তারা হলেন; হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। মাহমুদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। এটি হবে তার টেস্ট অভিষেক। অন্যদিকে, শাহাদাত ও মুরাদের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বাংলাদেশ দলে রয়েছেন; নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

XS
SM
MD
LG