প্রায় দুই বছর কারাবন্দী থাকার পর কাশ্মীরের বিশিষ্ট একজন সাংবাদিককে জামিনে মুক্তি দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। বিতর্কিত হিমালয় অঞ্চল কাশ্মীরে “সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা” ও “দেশ-বিরোধী বিষয়” প্রকাশ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
নিউজ পোর্টাল ‘’দ্য কাশ্মীর ওয়াল্লা’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ফাহাদ শাহকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের দেশদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছিল।
গত সপ্তাহে এক আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করায় বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, সন্ত্রাসবাদের জন্য তার বিচার করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই, এবং তার বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেওয়া হয়।
ফাহাদ শাহ’র ২১ মাসের কারাবাস বিতর্কিত অঞ্চলে সাংবাদিক ও বাকস্বাধীনতার বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নকেই তুলে ধরেছে। চলতি বছরের শুরুতে ভারত সরকার কোন কারণে না দিয়ে ‘দ্য কাশ্মীর ওয়াল্লা’-কে নিষিদ্ধ করে।
প্রতিকূল পরিবেশে নিপীড়ন
শাহ যুক্তরাষ্ট্রের সংবাদপত্র খ্রিস্টান সায়েন্স মনিটর ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধি।
সোমবার শাহের জামিনের পর খ্রিস্টান সায়েন্স মনিটরের সম্পাদক মার্ক স্যাপেনফিল্ড লেখেন, “তিনি ও তার ‘দ্য কাশ্মীর ওয়াল্লা’র সহকর্মীরা যা করেছেন তা হল, কাশ্মীরে ঘটে চলা নানা ঘটনার বিস্তারিত ও সৎ প্রতিবেদন, যেখানে সাংবাদিকরা ক্রমবর্ধমান নিপীড়নমূলক ও প্রতিকূল পরিবেশ কাজ করে থাকেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার নির্বাচিত হবার পর থেকে, তার সরকারের আমলে ভারতে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত ও খর্ব হয়েছে।