অ্যাকসেসিবিলিটি লিংক

নিজারের অভ্যুত্থানের নেতা প্রথম বিদেশ সফরে মালি যাচ্ছেন  


ফাইলঃ নিজারে অভ্যুত্থানের পর দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষিত জেনারেল আবদুরাহমানে তিয়ানি নিয়ামিতে মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ফাইলঃ নিজারে অভ্যুত্থানের পর দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষিত জেনারেল আবদুরাহমানে তিয়ানি নিয়ামিতে মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এএফপি’র একজন সাংবাদিক জানিয়েছেন নিজারের সামরিক শাসক জেনারেল আবদুরাহামানে তিয়ানি গত জুলাইয়ে ক্ষমতা দখলের পর তার প্রথম আন্তর্জাতিক সফরে বৃহস্পতিবার মালি পৌঁছেছেন। সেখানে তিনি মালির সামরিক শাসক কর্নেল আসিমি গোইতার সঙ্গে সাক্ষাত করবেন।

নিজারের প্রতিবেশী রাষ্ট্র মালি ও বুরকিনা ফাসোতে যথাক্রমে ২০২০ ও ২০২২ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতারা ক্ষমতা দখল করে নেন। তারা নিজারের অভ্যুত্থান নেতাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

গত সেপ্টেম্বর মাসে সাহেলের তিনটি দেশ একটি চুক্তি স্বাক্ষর করে যার মধ্যে ঐ তিনটি দেশের যেকোনো একটি দেশের “সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার” ওপর হামলা হলে তারা পরস্পরের প্রতিরক্ষা নিশ্চিত করার বিধান রেখেছে। তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ও পরিকল্পনা করছে।

শাসকরা তাদের দেশে জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়েও ঐক্যবদ্ধ।

মালির প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, তিয়ানি মালির রাজধানী বামাকোতে কয়েক ঘণ্টা অবস্থান কালে “বন্ধুত্ব ও কাজ” বিষয়ক এই সফরে তিনি গোইতার সঙ্গে সাক্ষাত করবেন।

তিয়ানি ক্ষমতা গ্রহণের পরপরই নিজারে তিন বছরের মধ্যে বেসামরিক শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

এরই মধ্যে মালি ২০২৪ সালের শুরুতে যে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

মালি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মালি নতুন সাহেল জোটের কার্য বিবরনিতে পার্থক্য দূর করার লক্ষ্যে আগামী সপ্তাহগুলোতে এই তিন দেশের মন্ত্রীদের নিয়ে বেশ কয়েকটি বৈঠকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।

XS
SM
MD
LG