অ্যাকসেসিবিলিটি লিংক

ইইউ বলছে, ফিলিস্তিনিদের জন্য দেয়া সহায়তা হামাস পাচ্ছে না, কর্মসূচি চালু থাকবে


ফাইল ছবি- ২০২৩ সালের ১৩ জুন, ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিসকে দেখা যাচ্ছে।
ফাইল ছবি- ২০২৩ সালের ১৩ জুন, ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিসকে দেখা যাচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ফিলিস্তিনিদের জন্য সহায়তা পর্যালোচনা করে ইইউ জানিয়েছে, ঐ জঙ্গি গোষ্ঠীর কাছে অর্থ পাঠানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ফিলিস্তিনিরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়। ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাদের প্রোগ্রামের প্রায় ১৩০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।

হামাস জঙ্গিদের ইসরাইলে হামলা‍য় প্রায় ১২০০ জন নিহত হয়। আরও প্রায় ২৪০ জনকে জিম্মি করে নেয়ার দুইদিন পর ইইউ-র নির্বাহী সংস্থা, ইউরোপীয় কমিশন এই পর্যালোচনার নির্দেশ দিয়েছিল।

কর্মকর্তারা জানান, সতর্কতা স্বরূপ এই নির্দেশ দেয়া হয়। ইইউ-র অর্থ হামাসের কাছে যাচ্ছে এমন কোন ইংগিত তাদের কাছে ছিল না।

কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস বলেন, “পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইইউ-র অর্থ হামাসকে কোনভাবে সাহায্য করছে এমন কোন তথ্য পাওয়া যায়নি।”

দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এমন প্রকল্পগুলোর জন্য উন্নয়ন সহায়তা বরাদ্দ থাকে। এর মধ্যে রয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লু-র কাজ পরিচালনা করার জন্য নিয়োজিত কর্মকর্তাদের বেতনভাতা। এটি খাদ্য, পানি এবং আশ্রয়ের মতো জরুরী মানবিক সহায়তা থেকে আলাদা।

তবে কমিশন বলছে, বর্তমান পরিস্থিতিতে গাজার অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ তাদের প্রায় ৮.২৫ কোটি টাকার তহবিল নিয়ে কাজ করা সম্ভব হবে না। এই তহবিল তারা অন্য কোনো প্রকল্পে ব্যবহার করবে।

XS
SM
MD
LG