অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার ইউক্রেনীয় বিজয়ীকে ওয়ান্টেড লিস্টে রেখেছে রাশিয়া


ক্রাইমিয়ান তাতার বংশোদ্ভূত ইউক্রেনীয় গায়িকা সুজানা জামালাদিনোভা(মঞ্চের নাম জামালা) “১৯৪৪” নামের গানটি পরিবেশন করেন।এই গান গেয়ে তিনি ২০১৬ সালে ইউরোভিশন গানের প্রতিযোগিতা জিতেছিলেন। বার্লিন , জার্মানি, মার্চ ৪,২০২২। ফাইল ছবি।
ক্রাইমিয়ান তাতার বংশোদ্ভূত ইউক্রেনীয় গায়িকা সুজানা জামালাদিনোভা(মঞ্চের নাম জামালা) “১৯৪৪” নামের গানটি পরিবেশন করেন।এই গান গেয়ে তিনি ২০১৬ সালে ইউরোভিশন গানের প্রতিযোগিতা জিতেছিলেন। বার্লিন , জার্মানি, মার্চ ৪,২০২২। ফাইল ছবি।

২০১৬ সালে গানের প্রতিযোগিতা ইউরোভিশনে বিজয়ী একজন ইউক্রেনীয় গায়িকাকে ওয়ান্টেড লিস্টে রেখেছে রাশিয়া। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে ফৌজদারি আইন লঙ্ঘনের জন্য গায়িকা সুজানা জামালাদিনোভাকে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি ডেটাবেসে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়েছে।

স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়াজোনা, যারা বিরোধী পক্ষ এবং মানবাধিকার বিষয়ে সংবাদ প্রকাশ করে, বলেছে জামালদিনোভাকে গত বছর গৃহীত একটি আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছিল। আইনটির অধীনে রুশ সেনাবাহিনী এবং ইউক্রেনে চলমান লড়াই সম্পর্কে তথাকথিত ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া নিষিদ্ধ করা হয়।

জামালাদিনোভা জামালা নামে মঞ্চে অভিনয় করেন। তিনি ক্রাইমিয়ান তাতার বংশোদ্ভূত। তিনি ২০১৬ সালের ইউরোভিশন প্রতিযোগিতায় “১৯৪৪” গানটি গেয়ে বিজয়ী হয়েছিলেন। এই শিরোনাম ক্রাইমিয়ান তাতারদের সোভিয়েত ইউনিয়ন দ্বারা ব্যাপক নির্বাসনের বছরকে নির্দেশ করে।

তার বিজয়ী পারফরম্যান্সটি রাশিয়ার ক্রাইমিয়া দখল করার ঠিক দুই বছর পরে অনুষ্ঠিত হয়েছিল, যখন রাজনৈতিক অস্থিরতায় ইউক্রেন জর্জরিত ছিল। অন্যান্য বেশিরভাগ দেশ এই অধিগ্রহণকে অবৈধ বলে মনে করে।

প্রতিযোগিতায় “১৯৪৪” গানটি গাওয়ার অনুমতি দেয়ার প্রতিবাদ করে রাশিয়া বলেছে, এটি ইউরোভিশনে রাজনৈতিক বক্তব্যের বিরুদ্ধে যে নিয়ম রয়েছে তা লঙ্ঘন করেছে। কিন্তু গানটিতে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের কোনো সুনির্দিষ্ট সমালোচনা করা হয়নি, তবে এটি প্রচন্ড প্রভাব ফেলেছিল। গানটির শুরুর কথাগুলো হলো, ‘যখন অজ্ঞাত মানুষ আসছে, তারা আপনার বাড়িতে আসে, তারা আপনাদের সবাইকে হত্যা করে এবং বলে ‘আমরা দোষী নই।’

XS
SM
MD
LG